Ajker Patrika

সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেট নগরে মমতা বেগম (৪০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মমতা বেগম সিলেটের জালালাবাদের পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটে আখলাক হোসেনের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যান মমতা বেগম। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে স্থানীয়রা জালালাবাদ থানা-পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ। তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত