কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সিরিয়াল জটিলতা, আধিপত্য বিস্তার ও অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্রীমঙ্গল-ভানুগাছ রুটের ভানুগাছ সিএনজি সমিতি ও মোহজিরাবাদ সমিতি ১১ দিন ধরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীরা। এ বিষয়ে দুই উপজেলার সিএনজি সমিতির সভাপতি বাদী হয়ে আদালতের মাধ্যমে পাল্টাপাল্টি মামলা করছেন।
জানা যায়, গত ১৬ নভেম্বর সিরিয়াল জটিলতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভানুগাছ-শ্রীমঙ্গল রুটের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। ঘটনার পর থেকে ওই রোডে সিরিয়ালের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় উভয় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ওই রোড দিয়ে প্রতিদিন কয়েক শ সিএনজি ও দুই-তিন হাজার যাত্রী স্ট্যান্ডের সিএনজির মাধ্যমে আসা-যাওয়া করেন। ১১ দিন ধরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকে বাস, মাইক্রোবাস, টমটম ও অটোরিকশাযোগে চলাচল করছেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অন্যদিকে যাত্রীদের জায়গা দিতে বাস পরিবহনগুলোর হিমশিম খেতে হচ্ছে। কয়েক দফা বৈঠক করার পরও কোনো পক্ষ আপস না মেনে আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে।
ভানুগাছ শ্রীমঙ্গল স্ট্যান্ডের আহ্বায়ক আব্দুর রহমান বলেন, 'দুই উপজেলায় গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের স্ট্যান্ডের চালকেরা পরিবার নিয়ে কষ্টে আছেন। আগে আমরা প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা রুজি করতাম। কিন্তু এখন ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করা অনেক কষ্ট হচ্ছে। আমার চাই উভয় সমিতি বিষয়টি দ্রুত সমাধান করুক।'
ঢাকা থেকে কমলগঞ্জে ঘুরতে আশা পর্যটক রিয়াদ আহমদ বলেন, ইচ্ছা ছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ঘুরে দেখব। কিন্তু সিএনজি অটোরিকশা চলাচল না করার কারণে অন্য এলাকার সিএনজি নিয়ে ৫০ টাকার জায়গায় ৪০০ টাকা ভাড়া দিয়ে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসলাম।
ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল হোসেন অভিযোগ করে বলেন, 'শ্রীমঙ্গল-ভানুগাছ রোড মোহজিরাবাদ স্ট্যান্ডের কিছু সিএনজি অটোরিকশাচালক প্রায় সময় ভানুগাছের যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁরা ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেন। মাঝে মাঝে ৩০ টাকার জায়গায় জোর করে ৫০ টাকা ভাড়া নন। এসব বিষয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত মানেননি। উল্টোদিকে গত ১৬ নভেম্বর থেকে সিএনজি শ্রমিক নিয়ে আমাদের মেরে আহত করেছেন।'
শ্রীমঙ্গল-ভানুগাছ রোড সিএনজি পরিচালনা কমিটির সভাপতি মো. সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, কমলগঞ্জ থেকে আসা সিএনজি অটোরিকশাগুলো আমাদের স্ট্যান্ডের কোনো নিয়মকানুন মানে না। আমাদের মাঝে সিরিয়াল নিয়ে অনেক দিন ধরে জটিলতা চলছে। এসব বিষয় কমলগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দকে জানানো হয়। তাঁদের সঙ্গে জেলা শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত মেনে নেননি। উল্টো তাঁরা একদল শ্রমিক নিয়ে আমাদের গাড়ি আটকে চালককে মারপিট করে আহত করেছেন। বিষয়টি সমাধান করার জন্য দুই উপজেলা সিএনজি সমিতি ও জেলা সিএনজি সমিতি আপস করার চেষ্টা করছে।'
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, আমরা জেলা সিএনজি চালক সমিতি ও দুই উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, 'শুনেছি দুই উপজেলার সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছে। তাঁরা যদি আমাদের কাছে আসেন, তাহলে বিষয়টি আপস করে দেব। গত ১৬ নভেম্বরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলার তদন্ত করছে পিবিআই।'
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে সিরিয়াল জটিলতা, আধিপত্য বিস্তার ও অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্রীমঙ্গল-ভানুগাছ রুটের ভানুগাছ সিএনজি সমিতি ও মোহজিরাবাদ সমিতি ১১ দিন ধরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীরা। এ বিষয়ে দুই উপজেলার সিএনজি সমিতির সভাপতি বাদী হয়ে আদালতের মাধ্যমে পাল্টাপাল্টি মামলা করছেন।
জানা যায়, গত ১৬ নভেম্বর সিরিয়াল জটিলতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভানুগাছ-শ্রীমঙ্গল রুটের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। ঘটনার পর থেকে ওই রোডে সিরিয়ালের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় উভয় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ওই রোড দিয়ে প্রতিদিন কয়েক শ সিএনজি ও দুই-তিন হাজার যাত্রী স্ট্যান্ডের সিএনজির মাধ্যমে আসা-যাওয়া করেন। ১১ দিন ধরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকে বাস, মাইক্রোবাস, টমটম ও অটোরিকশাযোগে চলাচল করছেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অন্যদিকে যাত্রীদের জায়গা দিতে বাস পরিবহনগুলোর হিমশিম খেতে হচ্ছে। কয়েক দফা বৈঠক করার পরও কোনো পক্ষ আপস না মেনে আদালতে পাল্টাপাল্টি মামলা করেছে।
ভানুগাছ শ্রীমঙ্গল স্ট্যান্ডের আহ্বায়ক আব্দুর রহমান বলেন, 'দুই উপজেলায় গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের স্ট্যান্ডের চালকেরা পরিবার নিয়ে কষ্টে আছেন। আগে আমরা প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা রুজি করতাম। কিন্তু এখন ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করা অনেক কষ্ট হচ্ছে। আমার চাই উভয় সমিতি বিষয়টি দ্রুত সমাধান করুক।'
ঢাকা থেকে কমলগঞ্জে ঘুরতে আশা পর্যটক রিয়াদ আহমদ বলেন, ইচ্ছা ছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ঘুরে দেখব। কিন্তু সিএনজি অটোরিকশা চলাচল না করার কারণে অন্য এলাকার সিএনজি নিয়ে ৫০ টাকার জায়গায় ৪০০ টাকা ভাড়া দিয়ে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসলাম।
ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল হোসেন অভিযোগ করে বলেন, 'শ্রীমঙ্গল-ভানুগাছ রোড মোহজিরাবাদ স্ট্যান্ডের কিছু সিএনজি অটোরিকশাচালক প্রায় সময় ভানুগাছের যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁরা ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করেন। মাঝে মাঝে ৩০ টাকার জায়গায় জোর করে ৫০ টাকা ভাড়া নন। এসব বিষয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত মানেননি। উল্টোদিকে গত ১৬ নভেম্বর থেকে সিএনজি শ্রমিক নিয়ে আমাদের মেরে আহত করেছেন।'
শ্রীমঙ্গল-ভানুগাছ রোড সিএনজি পরিচালনা কমিটির সভাপতি মো. সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, কমলগঞ্জ থেকে আসা সিএনজি অটোরিকশাগুলো আমাদের স্ট্যান্ডের কোনো নিয়মকানুন মানে না। আমাদের মাঝে সিরিয়াল নিয়ে অনেক দিন ধরে জটিলতা চলছে। এসব বিষয় কমলগঞ্জের সিএনজি অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দকে জানানো হয়। তাঁদের সঙ্গে জেলা শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কোনো সিদ্ধান্ত মেনে নেননি। উল্টো তাঁরা একদল শ্রমিক নিয়ে আমাদের গাড়ি আটকে চালককে মারপিট করে আহত করেছেন। বিষয়টি সমাধান করার জন্য দুই উপজেলা সিএনজি সমিতি ও জেলা সিএনজি সমিতি আপস করার চেষ্টা করছে।'
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, আমরা জেলা সিএনজি চালক সমিতি ও দুই উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, 'শুনেছি দুই উপজেলার সিএনজি অটোরিকশাচালকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছে। তাঁরা যদি আমাদের কাছে আসেন, তাহলে বিষয়টি আপস করে দেব। গত ১৬ নভেম্বরের ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলার তদন্ত করছে পিবিআই।'
সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ডেকে নিয়ে চাঁদাবাজি, মারধর এবং জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) সভাপতি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোহাম্মদ জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
৯ মিনিট আগেময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক কারবারের ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
১১ মিনিট আগেলালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
১ ঘণ্টা আগে