কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে দুই চিকিৎসক ও এক বন কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে বিজিবির হেলিকপ্টারে তাঁদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত দুই চিকিৎসক ও বন কর্মকর্তা হলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান।
গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে তাঁরা হাতির আক্রমণে আহত হন বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিটি দারিয়ারদীঘি সংরক্ষিত বনে অবস্থান করছে খবর পেয়ে শুক্রবার দুই চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্যের একটি দল নিয়ে রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ বনে ঢোকেন। এ সময় কিছু বোঝার আগেই হঠাৎ পেছন থেকে সবার ওপর আক্রমণ করে হাতিটি। এতে সবাই কমবেশি আহত হন।
ডিএফও মো. নুরুল ইসলাম আরও জানান, হাতির আক্রমণের সময় একটি অস্ত্রও খোয়া যায়। পরে বনকর্মীরা ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করে। আহত হাতিটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাতিটির চিকিৎসা নিশ্চিত করতে চেষ্টা চলছে। মাইন বিস্ফোরণে হাতিটির সামনের ডান পায়ের গোড়ালি ও নক উড়ে গেছে। তিন পায়ে এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করছে। ক্ষতের যন্ত্রণায় হাতিটি উগ্র আচরণ করছে।
উল্লেখ্য, গত রোববার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নরে আশারতলী সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত বন্য হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন চিকিৎসকসহ বন বিভাগের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে দুই চিকিৎসক ও এক বন কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে বিজিবির হেলিকপ্টারে তাঁদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত দুই চিকিৎসক ও বন কর্মকর্তা হলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ, ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান।
গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদীঘি সংরক্ষিত বনে তাঁরা হাতির আক্রমণে আহত হন বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত হাতিটি দারিয়ারদীঘি সংরক্ষিত বনে অবস্থান করছে খবর পেয়ে শুক্রবার দুই চিকিৎসকসহ বন বিভাগের ১৫ সদস্যের একটি দল নিয়ে রেঞ্জ কর্মকর্তা আলী নেওয়াজ বনে ঢোকেন। এ সময় কিছু বোঝার আগেই হঠাৎ পেছন থেকে সবার ওপর আক্রমণ করে হাতিটি। এতে সবাই কমবেশি আহত হন।
ডিএফও মো. নুরুল ইসলাম আরও জানান, হাতির আক্রমণের সময় একটি অস্ত্রও খোয়া যায়। পরে বনকর্মীরা ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করে। আহত হাতিটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাতিটির চিকিৎসা নিশ্চিত করতে চেষ্টা চলছে। মাইন বিস্ফোরণে হাতিটির সামনের ডান পায়ের গোড়ালি ও নক উড়ে গেছে। তিন পায়ে এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করছে। ক্ষতের যন্ত্রণায় হাতিটি উগ্র আচরণ করছে।
উল্লেখ্য, গত রোববার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নরে আশারতলী সীমান্তে হাতিটি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
১ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৩ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে