Ajker Patrika

ক্লাসরুমে শিক্ষার্থীদের টিকটক ভাইরাল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৫: ১৬
ক্লাসরুমে শিক্ষার্থীদের টিকটক ভাইরাল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজের পোশাক পরে ক্লাসরুমে ও প্রতিষ্ঠানের ভবনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছাড়ে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভিডিও করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

যদিও ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বলছে, এই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়ে চলে গেছেন। এ জন্য তাঁরা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

ভিডিওতে দেখা যায়, বিভিন্ন ধরনের বাংলা গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে কলেজের পোশাক গায়ে ক্লাসরুমের ভেতরে ও বাইরে টিকটিক ভিডিও করছেন তাঁরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, টিকটক ভিডিও বানানো ওই সব ছাত্র চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার আগে যেকোনো একসময় তারা ক্লাসরুমে এসব ভিডিও বানিয়ে পরে আপলোড দিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমি দু-চার দিন আগে এসব ভিডিও দেখে হতবাক হয়েছি। আমরা কলেজের বর্তমান শিক্ষার্থীদের সতর্ক করেছি। কলেজের ভেতরে ভবিষ্যতে এমন কাজ তারা কেউ করলে কঠোর সিদ্ধান্ত দেওয়া হবে। এমনকি বহিষ্কার করা হবে।’ 

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীরা এমন সুযোগ পেয়েছে। তারা তাদের দায় কখনো এড়াতে পারে না। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, এ বিষয়ে কঠোর থাকতে হবে কলেজ কর্তৃপক্ষকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত