Ajker Patrika

হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অতিথিরা: পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অতিথিরা: পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা 

শত শত সংবাদমাধ্যমের ভিড়ে মাত্র দুই বছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা। ছাপা কাগজের সংকটের মধ্যেও ড. গোলাম রহমানের সম্পাদনায় আজকের পত্রিকা পাঠকপ্রিয় হয়ে উঠেছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. সহিবুর রহমান। 
 
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে মাত্র দুই বছরে আজকের পত্রিকা সুনাম কুড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের কথা আরও তুলে ধরবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। 

বক্তব্য দেন মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম মুরাদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, আজকের পত্রিকার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি কাজী মাহমুদুল হক সুজন, বাহুবল উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত