নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে মো. আব্দুর রহিম নামের গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে তাঁর স্ত্রী আকলিমা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন মণ্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মো. আব্দুর রহিমের বিরুদ্ধে তাঁর স্ত্রী আকলিমা নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন। আবদুর রহিম এখন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।’
এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, ‘আমরা জানতে পেরেছি উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার মামলায় অভিযুক্ত মো. আব্দুর রহিমকে কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। পরে তাকে এসএমএস করা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল ৪ লাখ টাকা দেনমোহরে মো. আব্দুর রহিমের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। বোনের সুখের কথা ভেবে আকলিমার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন্য ২০ লাখ টাকা যৌতুক পান। একপর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন রহিম। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠায়।
আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, ‘গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।’
এ নিয়ে আকলিমা বেগম বলেন, ‘তিনি টাকার জন্য আমাকে শুধু মারধর করেন। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলেন। ঘটনার দিন ৫ লাখ টাকা চেয়ে মারধর করেন। ইঞ্জিনিয়ার জামাই হিসেবে তাঁকে নাকি ২০ লাখ টাকা দিতে হবে। চিকিৎসা নেওয়ার পর আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি।’
সিলেটে মো. আব্দুর রহিম নামের গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে তাঁর স্ত্রী আকলিমা বেগম সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুমন মণ্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মো. আব্দুর রহিমের বিরুদ্ধে তাঁর স্ত্রী আকলিমা নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন। আবদুর রহিম এখন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।’
এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, ‘আমরা জানতে পেরেছি উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার মামলায় অভিযুক্ত মো. আব্দুর রহিমকে কল করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি। পরে তাকে এসএমএস করা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ এপ্রিল ৪ লাখ টাকা দেনমোহরে মো. আব্দুর রহিমের সঙ্গে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। বোনের সুখের কথা ভেবে আকলিমার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন্য ২০ লাখ টাকা যৌতুক পান। একপর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন রহিম। এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠায়।
আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, ‘গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।’
এ নিয়ে আকলিমা বেগম বলেন, ‘তিনি টাকার জন্য আমাকে শুধু মারধর করেন। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলেন। ঘটনার দিন ৫ লাখ টাকা চেয়ে মারধর করেন। ইঞ্জিনিয়ার জামাই হিসেবে তাঁকে নাকি ২০ লাখ টাকা দিতে হবে। চিকিৎসা নেওয়ার পর আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি।’
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে বগুড়ার কুন্দারহাটে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ সোমবার কুন্দারহাট হাইওয়ে থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেনকশার ব্যত্যয় ঘটিয়ে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেগুলো ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সমস্যার..
৮ মিনিট আগেবগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধীদের কয়েকজন জুলাই-বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়।
১৭ মিনিট আগে