Ajker Patrika

উপহারের গাড়ি নিয়ে ধরা খেলেন হিরো আলম

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৪৪
উপহারের গাড়ি নিয়ে ধরা খেলেন হিরো আলম

হবিগঞ্জের এক শিক্ষকের কাছ থেকে উপহারের গাড়ি পেয়ে একপ্রকার ধরা খেলেন হিরো আলম। বেশ কয়েক বছর ধরে ট্যাক্স না দেওয়াসহ গাড়িটির নবায়ন করা হয়নি। এসব কারণে এই গাড়ির মালিকপক্ষের কাছে প্রায় পাঁচ লাখ টাকা পাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার দুপুরে গাড়ির কাগজপত্র যাচাই করতে গিয়ে এর ফিটনেস ও বিআরটিএর পাওনা টাকার বিষয়ে জানতে পারেন হিরো আলম। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে টয়োটা নোয়াহ ১৯৯৮ মডেলের গাড়িটি উপহার দেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের এম মখলিছুর রহমান। তিনি স্থানীয় হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। 

এ বিষয়ে হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষক মুখলিছুর রহমান হিরো আলমকে যে গাড়ি উপহার দিয়েছেন, সেই গাড়ির কাগজপত্র প্রায় ১০ বছর নবায়ন করা হয়নি। তাই ট্যাক্সসহ নবায়ন করতে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ফি দিতে হবে।’ 

ফিটনেসের কাগজ ছাড়া রাস্তায় গাড়ি চলাচল করা অবৈধ বলে জানান হবিগঞ্জ ট্রাফিকের পরিদর্শক (টিআই) মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, গাড়ির কাগজপত্র ছাড়া রাস্তায় চালানো কারও উচিত নয়। রাস্তায় এ ধরনের গাড়ি আটক করা হলে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’ 

এ বিষয়ে জানতে শিক্ষক এম মখলিছুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়। হিরো আলমের মোবাইল ফোনেও কল করা হলে তিনি ধরেননি। 

হিরো আলমকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ বলেন, ‘গাড়িটি হিরো আলম তাঁর এলাকায় নিয়ে গেছেন। আমরা মনে করেছিলাম, গাড়িটি হয়তো তিনি আমাদের এলাকার জন্য দিয়ে যাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত