Ajker Patrika

আরেক মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৮: ৫০
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি সংগৃহীত
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিন পেয়েছেন।

আজ সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে সাবেক এই মন্ত্রী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্নানের আইনজীবী খায়রুল কবির রুমেন। তিনি বলেন, ঘটনার সময় মান্নান ঢাকায় অবস্থান করছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি করেছেন। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।

জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগে ১৯ নভেম্বর মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনকে আসামি করা হয়।

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার হন সাবেক এই পরিকল্পনামন্ত্রী। ওই সময় ২০ দিন জেলও খেটেছেন তিনি। ৯ অক্টোবর ওই মামলায় জামিনে মুক্তি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত