Ajker Patrika

সিলেটে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেট জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আজ মঙ্গলবার গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেট জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আজ মঙ্গলবার গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

নগর-শহর, গ্রামগঞ্জ—সর্বত্রই ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক প্রচারে ‘অন্যতম সহযোগী’ হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। লোহার পেরেক পুঁতে সহজে প্রচারসামগ্রী গাছে ঝুলিয়ে রাখা হয়। ফলে গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব গাছ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিলেটে শুরু হয়েছে গাছের পেরেক অপসারণ কর্মসূচি।

আজ মঙ্গলবার সিলেট বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আজ মঙ্গলবার গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেট জেলা প্রশাসক কার্যালয় এলাকায় আজ মঙ্গলবার গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের সবারই একটি নৈতিক দায়িত্ব। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; বরং বায়ুদূষণ রোধ, ছায়া প্রদান এবং জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছে পেরেক বা বিজ্ঞাপন লাগানো শুধু গাছের ক্ষতিই করে না, এটি একটি পরিবেশবিরোধী কাজও বটে।’

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে “দেশব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি” গ্রহণ করা হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৩০টি জেলায় শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় করা হবে। তবে আমরা আজ স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সিলেট বিভাগীয় বন অফিসের অধীনে চার জেলা রয়েছে; তাই আমরা মন্ত্রণালয়ের অপেক্ষা না করে সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জেও শুরু করে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত