সিলেট প্রতিনিধি
চাকরির ১২ বছর পর স্থায়ীকরণের আবেদন করায় ১৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে তেল ও গ্যাস উত্তোলনকারী বিদেশি কোম্পানি শেভরন। আজ সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন শেভরনের চাকরিচ্যুত শ্রমিকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুসফেক উস সালেহীন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘দীর্ঘ সময় চাকরি করার পরও আমাদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অনুযায়ী চাকরিতে স্থায়ী করা হয়নি। আমরা কোনো সুযোগ-সুবিধা পাইনি। এ রকম শ্রমিকের সংখ্যা প্রায় দুই হাজার। আমরা আমাদের আইনগত অধিকার আদায়ের জন্য শ্রম আদালতের দ্বারস্থ হয়েছি।
আদালতে চলমান মামলার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মামলার বাদীকে টার্গেট করে ১৩০ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে চলতি বছরের ২০ মার্চ ৩২ জন, ২৪ এপ্রিল ১৫ জন, ২৫ এপ্রিল দুজন এবং ৩০ এপ্রিল ৭৮ জনকে টার্মিনেট করা হয়।’
তারা বলেন, ‘শ্রম আইনের বিধান অনুযায়ী কোনো লিখিত আদেশ না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে রাতের বেলা মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে চাকরিচ্যুতের কথা জানানো হয়। আমরা শেভরনের নিযুক্ত শ্রমিক হলেও টার্মিনেট করা হয় ঠিকাদারের মাধ্যমে। যা সম্পূর্ণ অন্যায় ও আইনবহির্ভূত।’
শ্রমিকেরা বলেন, ‘আমরা কোম্পানির অধীন সিলেট, মৌলভীবাজার, বিবিয়ানা, সিলেট গ্যাসক্ষেত্রে কর্মরত। আমাদের চাকরির বয়স নিম্নে ১২ বৎসর এবং কারও কারও সর্বোচ্চ ২৪ বৎসর। আমরা যখন চাকরিতে যোগ দিই তখন সরাসরি শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফরটিন লিমিটেড, শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড কিংবা ক্ষেত্র বিশেষে এর পূর্বসূরি অক্সিডেন্টাল কিংবা ইউনোকল বাংলাদেশের অধীন ছিল। শেভরন আসে ২০০৫ সালে।
তখনকার বিদ্যমান শ্রম আইনের বিধানমতে তিন থেকে ছয় মাস চাকরি করার কারণে আমরা সবাই আইনের প্রয়োগ বলে আমাদের বিদ্যমান চাকরিতে শেভরন কিংবা পূর্বসূরির অধীন আপনা-আপনি চাকরিতে স্থায়ী হই। কিন্তু শেভরন কর্তৃপক্ষ (কিংবা উহার পূর্বসূরি) তখন আমাদের অস্থায়ী নিয়োগপত্র প্রদান করে; পরিচয়পত্র দেন, কাজের উপকরণ দেন; বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিলে শেভরনের লোগো সংবলিত সনদপত্র দেন। কিন্তু আইনের বিধান অমান্য করে শেভরন কর্তৃপক্ষ আমাদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র, সার্ভিস বহি প্রদান থেকে বিরত থাকে এবং কোম্পানির মুনাফার অংশ দেয়নি।’
শেভরনের চাকরিচ্যুত কর্মচারীরা এসব বঞ্চনা নেপথ্যে কিছু বিদেশি এবং দেশীয় কর্মকর্তা-সুপারভাইজার জড়িত বলে দাবি করে বলেন, ‘এ কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে তাদের আত্মীয়-স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিকাদার বানিয়েছেন, নিজেদের আত্মীয়-স্বজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দুর্নীতির মাধ্যমে হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এভাবে তারা সিন্ডিকেট গড়ে তুলেছেন।’
শ্রমিকেরা শেভরনের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র প্রদান এবং অন্যান্য অধিকার বাস্তবায়নের দাবি জানান। এ জন্য তারা সরকারের শ্রম অধিদপ্তর তথা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে এ সময় হারুনুর রশীদ, রেজাউল করিম, সাখাওয়াত হোসেন, আবদুল মুকিত প্রমুখ উপস্থিত ছিলেন।
চাকরির ১২ বছর পর স্থায়ীকরণের আবেদন করায় ১৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে তেল ও গ্যাস উত্তোলনকারী বিদেশি কোম্পানি শেভরন। আজ সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন শেভরনের চাকরিচ্যুত শ্রমিকেরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুসফেক উস সালেহীন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘দীর্ঘ সময় চাকরি করার পরও আমাদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অনুযায়ী চাকরিতে স্থায়ী করা হয়নি। আমরা কোনো সুযোগ-সুবিধা পাইনি। এ রকম শ্রমিকের সংখ্যা প্রায় দুই হাজার। আমরা আমাদের আইনগত অধিকার আদায়ের জন্য শ্রম আদালতের দ্বারস্থ হয়েছি।
আদালতে চলমান মামলার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মামলার বাদীকে টার্গেট করে ১৩০ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে চলতি বছরের ২০ মার্চ ৩২ জন, ২৪ এপ্রিল ১৫ জন, ২৫ এপ্রিল দুজন এবং ৩০ এপ্রিল ৭৮ জনকে টার্মিনেট করা হয়।’
তারা বলেন, ‘শ্রম আইনের বিধান অনুযায়ী কোনো লিখিত আদেশ না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে রাতের বেলা মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে চাকরিচ্যুতের কথা জানানো হয়। আমরা শেভরনের নিযুক্ত শ্রমিক হলেও টার্মিনেট করা হয় ঠিকাদারের মাধ্যমে। যা সম্পূর্ণ অন্যায় ও আইনবহির্ভূত।’
শ্রমিকেরা বলেন, ‘আমরা কোম্পানির অধীন সিলেট, মৌলভীবাজার, বিবিয়ানা, সিলেট গ্যাসক্ষেত্রে কর্মরত। আমাদের চাকরির বয়স নিম্নে ১২ বৎসর এবং কারও কারও সর্বোচ্চ ২৪ বৎসর। আমরা যখন চাকরিতে যোগ দিই তখন সরাসরি শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফরটিন লিমিটেড, শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড কিংবা ক্ষেত্র বিশেষে এর পূর্বসূরি অক্সিডেন্টাল কিংবা ইউনোকল বাংলাদেশের অধীন ছিল। শেভরন আসে ২০০৫ সালে।
তখনকার বিদ্যমান শ্রম আইনের বিধানমতে তিন থেকে ছয় মাস চাকরি করার কারণে আমরা সবাই আইনের প্রয়োগ বলে আমাদের বিদ্যমান চাকরিতে শেভরন কিংবা পূর্বসূরির অধীন আপনা-আপনি চাকরিতে স্থায়ী হই। কিন্তু শেভরন কর্তৃপক্ষ (কিংবা উহার পূর্বসূরি) তখন আমাদের অস্থায়ী নিয়োগপত্র প্রদান করে; পরিচয়পত্র দেন, কাজের উপকরণ দেন; বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিলে শেভরনের লোগো সংবলিত সনদপত্র দেন। কিন্তু আইনের বিধান অমান্য করে শেভরন কর্তৃপক্ষ আমাদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র, সার্ভিস বহি প্রদান থেকে বিরত থাকে এবং কোম্পানির মুনাফার অংশ দেয়নি।’
শেভরনের চাকরিচ্যুত কর্মচারীরা এসব বঞ্চনা নেপথ্যে কিছু বিদেশি এবং দেশীয় কর্মকর্তা-সুপারভাইজার জড়িত বলে দাবি করে বলেন, ‘এ কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে তাদের আত্মীয়-স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিকাদার বানিয়েছেন, নিজেদের আত্মীয়-স্বজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দুর্নীতির মাধ্যমে হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এভাবে তারা সিন্ডিকেট গড়ে তুলেছেন।’
শ্রমিকেরা শেভরনের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র প্রদান এবং অন্যান্য অধিকার বাস্তবায়নের দাবি জানান। এ জন্য তারা সরকারের শ্রম অধিদপ্তর তথা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সংবাদ সম্মেলনে এ সময় হারুনুর রশীদ, রেজাউল করিম, সাখাওয়াত হোসেন, আবদুল মুকিত প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহীর দুর্গাপুরে আলোচিত হাসিবুর হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুর্গাপুর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন ওমর ফারুক ওরফে উমার (৪২), ফরহাদুল ইসলাম ফরিদ (৩৮), সেলিম রে
১ মিনিট আগেজামায়াতে ইসলামীতে আমি বৈষম্যের শিকার হয়েছি। এ জন্য দল থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলাম।
৫ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা তেঁতুলবাড়িয়া-ধলার মাঠে পাট কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
১১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব পরা নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে অনলাইন বুলিং ও অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এক্টের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
২১ মিনিট আগে