Ajker Patrika

এমসি কলেজ হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১২: ৫২
এমসি কলেজ হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের ছাত্রী হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরের টিলাগড় এলাকায় কলেজের নতুন ছাত্রী হোস্টেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে স্মৃতি রানি দাস (২০) নামের ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। 

শাহপরাণ (র.) থানার পুলিশ বলছে, স্মৃতি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন। চতুর্থ তলার একটি খালি কক্ষে তাঁর মরদেহ পাওয়া যায়। গত রাতেই এ ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, ‘সকালে অন্য ছাত্রীরা স্মৃতির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।’ 

নগরের শাহপরাণ (র.) থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত