Ajker Patrika

হবিগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৫: ২৮
হবিগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হামিদ মিয়া (২৯) ও রনি মিয়া (২২) নামের দুই ব্যক্তি নিহত  হয়েছেন।  এ সময় রিপন মিয়া (২৭) নামের অপর একজন আহত হন। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হামিদ মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে ও রনি মিয়া একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আহত রিপন মিয়া মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। 

হামিদ মিয়া অটোরিকশাটির চালক ছিলেন। রনি মিয়া ও রিপন মিয়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করতেন। রাতের শিফটে কাজ শেষে সকালে তাঁরা বাড়ি ফিরছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে দুই যাত্রী নিয়ে জগদীশপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক হামিদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় রনি মিয়া ও রিপন মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট  উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে রনি মিয়ার মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, সোমবার ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ট্রাক এবং সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত