Ajker Patrika

হবিগঞ্জে টিকা নেওয়ার পাঁচদিন পর করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জে টিকা নেওয়ার পাঁচদিন পর করোনায় বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে কোভিড টিকার প্রথম ডোজ নেওয়ার পাঁচদিন পর করোনা আক্রান্ত হয়ে হয়ে মারা গেছেন এক বৃদ্ধ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম শাহ এমরান আলী (৬৫)। তিনি নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরপুর গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান জানান, শাহ এমরান আলী পাঁচ দিন আগে করগাঁও ইউনিয়নের দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক থেকে টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার পর তাঁর শরীরে প্রচণ্ড জ্বর আসে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাত ২টায় পরিবারের লোকজন তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট নেওয়ার পরামর্শ দিলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন ডা. মুখলেছুর রহমান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় আরো সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন সদরের, তিনজন নবীগঞ্জের ও দুইজন বাহুবলের। জেলাটিতে এ পর্যন্ত মোট ২ হাজার ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ ও মৃতের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৭২১ ও ১৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত