হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল জলিলকে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইলিয়াছ মিয়া (৩৪)। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার ছালেহ আহমদের (কনা মিয়া) ছেলে তিনি।
২০১১ সালের ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল্লাহর মিয়ার বাড়ির উঠানে আব্দুল জলিলের লাশ পাওয়া যায়। নিহতের বুকে ও কোমড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ইলিয়াছকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গন্তব্যস্থলে যাওয়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল জলিলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তিনি ধারালো ছোড়া দিয়ে তাঁকে হত্যা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১০ আগস্ট আমলি আদালতে ইলিয়াছকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেয়।
আদালতে দেওয়া ১৬৪ ধরায় জবানবন্দিতেও হত্যার দায় স্বীকার করেন ইলিয়াছ। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে ১৮ জুলাই কারাগারে থাকা ইলিয়াছ মিয়া হাজতি হবিগঞ্জের সাবেক মেয়র ও জেলা বিএনপির নেতা জিকে গউছকে বালতির স্টিলের হ্যান্ডল দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জিকে গউছের দাবি হত্যার উদ্দেশ্যে সাবেক এমপি আবু জাহিরের নির্দেশে ইলিয়াছ এ ঘটনা ঘটায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। শায়েস্তাগঞ্জ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ এলাকার ত্রাস হিসেবে পরিচিত ইলিয়াছের বিরুদ্ধে খুন-ডাকাতির আরও মামলা রয়েছে।
হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল জলিলকে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদলতের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইলিয়াছ মিয়া (৩৪)। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার ছালেহ আহমদের (কনা মিয়া) ছেলে তিনি।
২০১১ সালের ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহুবল উপজেলার ইসলামাবাদ গ্রামের আব্দুল্লাহর মিয়ার বাড়ির উঠানে আব্দুল জলিলের লাশ পাওয়া যায়। নিহতের বুকে ও কোমড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই খলিলুর রহমান বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ইলিয়াছকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গন্তব্যস্থলে যাওয়া নিয়ে অটোরিকশা চালক আব্দুল জলিলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তিনি ধারালো ছোড়া দিয়ে তাঁকে হত্যা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১০ আগস্ট আমলি আদালতে ইলিয়াছকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেয়।
আদালতে দেওয়া ১৬৪ ধরায় জবানবন্দিতেও হত্যার দায় স্বীকার করেন ইলিয়াছ। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে ১৮ জুলাই কারাগারে থাকা ইলিয়াছ মিয়া হাজতি হবিগঞ্জের সাবেক মেয়র ও জেলা বিএনপির নেতা জিকে গউছকে বালতির স্টিলের হ্যান্ডল দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। জিকে গউছের দাবি হত্যার উদ্দেশ্যে সাবেক এমপি আবু জাহিরের নির্দেশে ইলিয়াছ এ ঘটনা ঘটায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। শায়েস্তাগঞ্জ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ এলাকার ত্রাস হিসেবে পরিচিত ইলিয়াছের বিরুদ্ধে খুন-ডাকাতির আরও মামলা রয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৪ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে