Ajker Patrika

নৌকার মনোনয়ন পেলেন না, স্বতন্ত্র নির্বাচন করবেন এমপি রতন

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১: ৩৮
নৌকার মনোনয়ন পেলেন না, স্বতন্ত্র নির্বাচন করবেন এমপি রতন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা বলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। 

জানা গেছে, ২০০৮ সালে এমপি পদ লাভের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন মোয়াজ্জেম হোসেন রতন। জমি দখল ছাড়াও অর্থ আত্মসাৎ, নানা প্রকল্পে অনিয়ম-দুর্নীতির পাশাপাশি ক্যাসিনোকাণ্ডেও নাম আসে এই এমপির। 

এসব অভিযোগ নিয়ে তদন্তে নামে দুদক। তাকে দেওয়া হয় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা। বিভিন্ন সময়ে তার দুর্নীতি প্রকাশ্যে আসলে ইমেজ সংকটে পড়েন এমপি রতন। 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী বলেন, ‘এবার দলীয় প্রার্থিতায় চমক ছিল। বিতর্কিতরা বাদ পড়েছেন। আমরা নেত্রীর মনোনীত প্রার্থীর জন্যই কাজ করবো।’ 

মধ্যনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতুষ সরকার বলেন, ‘মোয়াজ্জেম হোসেন রতন ১৫ বছর এমপি থাকলেও দলীয় নেতা কর্মীদের সঙ্গে দূরত্ব ছিলো। এছাড়া মাঠের জরিপেও উনার জনপ্রিয়তা ছিল না। আগে থেকেই উনি বিভিন্ন দুর্নীতি ও ক্যাসিনোকাণ্ডে আলোচনায় ছিলেন। সব মিলিয়ে একজন বিতর্কিত এমপি ছিলেন তিনি। তাই দলের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’ 

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ‘দল আমাদের সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থিতা সিলেকশন করে দিয়েছে। আমরা সেই মোতাবেক কাজ করব।’

স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘নেত্রী সবার জন্য এবারের নির্বাচন উন্মুক্ত করেছেন। সে জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হবো। ৩০ তারিখ ডিসির কাছের মনোনয়ন ফরম জমা দেব। ৭ জানুয়ারি ফলাফল পেয়ে যাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত