Ajker Patrika

সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরের বিভিন্ন স্থানে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিউবোর সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন। 

আম্বরখানা ৩৩ / ১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়—১১ কেভি সিটি এবং কেভি বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের আওতাধীন বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা পুলিশ ফাঁড়ি, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, এমএজি ওসমানী এয়ারপোর্ট, লাক্কাতুড়া, আবাদানী, বড়শালা, মংলিরপার, বড়শালা পুলিশ ফাঁড়ি, গ্র্যান্ড সিলেট, সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও তৎসংলগ্ন এলাকাসমূহে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত