Ajker Patrika

স্থানীয়দের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১: ১৭
স্থানীয়দের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

হলে ছাত্রলীগ আছে—স্থানীয়দের এমন দাবির মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা। আজ সোমবার হল ছাড়েন শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্যাম্পাসে স্থানীয়রা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগ আছে— এমন অভিযোগ তুলে সন্ধ্যা ৭টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দেন। পরে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগ মুক্ত করা হয়েছে। এরপর যারা হলে অবস্থান করেছে, তারা সাধারণ শিক্ষার্থী। এরপরেও ছাত্রলীগের দালাল দাবি করে হল ছেড়ে দেওয়ার হুমকি, সত্যিই হতাশাজনক।’ 

নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ মিয়া বলেন, ‘আমার কাছে খবর আসে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের হলে এখনো ছাত্রলীগের আছে, এমন অভিযোগ এনে আবাসিক হলের সামনে অবস্থান নিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি সিটি করপোরেশনের আওতায় তাই আমি যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।’ 

এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. সাজেদুল করীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আবাসিক হলে গেলে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবি, তারা যেন নিরাপদে বের হতে পারে এবং যাদের জিনিসপত্র এখনো রয়েছে, সেসব যেন সুরক্ষিত থাকে। আমরা সমন্বয়ক এবং সেনাবাহিনীর দায়িত্বশীল কর্নেলকে এ ব্যাপারে জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...