Ajker Patrika

কমলগঞ্জে পাঁচ বছর দোকানের খাঁচায় বন্দী ৩ টিয়া পাখি অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৮: ০৪
Thumbnail image

দীর্ঘ পাঁচ বছর দুটি খাঁচায় বন্দী থাকা তিনটি টিয়া পাখিকে উদ্ধার করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ওই তিনটি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পরে সেগুলো বেলা ২টার দিকে অবমুক্ত করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, শমশেরনগর বাজারে একটা অ্যালুমিনিয়ামের দোকানে দীর্ঘ পাঁচ বছর বন্দী ছিল তিনটি টিয়া পাখি। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল দুপুর ১২টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে খাঁচায় বন্দী তিনটি টিয়া পাখি উদ্ধার করে। পরে বেলা ২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের উপস্থিতিতে তিনটি টিয়া পাখিকে অবমুক্ত করা হয়। 

লাউয়াছড়া রেঞ্জের বন কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোরের স্বত্বাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তাঁরা বিক্রির জন্য দোকানে রাখেননি। শখের বসে লালন-পালন করে আসছেন দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁরা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত