Ajker Patrika

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা 

সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা 

পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। 

জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়। 

গন্তব্যে যাওয়ার জন্য শত কষ্টে ভ্যানে করে যাচ্ছেন যাত্রীরাপরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। 

সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।

পরিবহন বন্ধ থাকায় বিকল্প গাড়ির জন্য অপেক্ষায় লোকজনজামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।

জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে। 

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত