সুনামগঞ্জ প্রতিনিধি
পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।
পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট শাখা। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
জানা যায়, আজ সকাল ৬টা থেকে জেলা সদর দিয়ে দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ওয়েজখালি, মল্লিকপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা পিকেটিং করছে। এ সময় পিকেটাররা সিএনজি চালিত অটোরিকশাও চলতে বাধা দেয়।
পরিবহন ধর্মঘটের খবর না জেনে অনেকে সিলেট বা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা, পরীক্ষাসহ জরুরি কাজে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনালে এসে জড়ো হন। হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে আসা মানুষজন। এ ছাড়া এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। অন্যদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে মানুষজন গন্তব্যে যাচ্ছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর উপজেলা সদরে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসা পৌর এলাকার নতুন পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন, গাড়ি না থাকায় আমি মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছি। এতে আমার দ্বিগুণ ভাড়া দিতে হবে।
জামালগঞ্জের ফেনারবাক গ্রামের কৃষ্ণা পাল বলেন, আমি আমার স্বামীকে প্রতি সোমবার থেরাপি দেওয়ার জন্য সিলেটে লইয়া যাই। কিন্তু আজকে আইসা দেখি বাস নাই। যেভাবেই হোক যেতে হবে সিলেটে।
জিনারপুর গ্রামের সবজি ব্যবসায়ী শুক্কুর আলী বলেন, পণ্যবাহী ট্রাক, ভ্যান বন্ধ রাখায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সবজি চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই ট্রাক বা ভ্যানে করে সিলেটসহ জেলার অভ্যন্তরের উপজেলাগুলোতে বিক্রির জন্য সবজি নেওয়া হয়। কিন্তু গাড়ি বন্ধ থাকায় যেসব সবজি বিক্রি করার জন্য জমি থেকে তুলেছি সব এখন পানির দামে বিক্রি করতে হচ্ছে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, শ্রমিকেরা বাস না চালালে আমাদের তো বন্ধ রাখতেই হবে।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৬ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৭ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৭ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৭ ঘণ্টা আগে