Ajker Patrika

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জন আটক

সিলেট প্রতিনিধি
সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জন আটক

অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নগরের জিন্দাবাজারের সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন নারী ও সাত পুরুষ রয়েছেন। 

আটককৃতরা হলেন—সুনামগঞ্জের দিরাইয়ের প্রমোদ রঞ্জন দাসের ছেলে মিন্টু দাস (২৫), সুনামগঞ্জ সদরের ইয়াকুব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সিলেটের কোতোয়ালী মডেল থানার বছির উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), নেত্রকোনার কেন্দুয়ার দিয়ারিশ মিয়ার ছেলে হবল মিয়া (৫০), সিলেটের দক্ষিণ সুরমার শালিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২), মৌলভীবাজারের কুলাউড়ার ইব্রাহিম মিয়ার ছেলে সাহেদ আহমদ (৪৩), মৌলভীবাজারের কুলাউড়ার মৃত তোতা মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩০) ও তিন নারী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

সাইফুল ইসলাম জানান, জিন্দাবাজারের সবুজ বিপনী রেস্ট হাউস নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হয় এমন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই হোটেল থেকে দশজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত