নিজস্ব প্রতিবেদক, সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছেন বা বিএসএফ কীভাবে তাঁদের ধরে নিয়ে গেছে, সে বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তাঁদের নাম-পরিচয় ও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। যদিও আটক ব্যক্তিরা সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গত রোববার রাতে তাঁদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদের থানায় রাখা হয়েছে, নাকি কারাগারে পাঠানো হয়েছে, বিষয়টি সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার রাত ১২টায় স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁদের নাম বা ঠিকানা পাওয়া যায়নি।’
এ ব্যাপারে সোমবার দিবাগত রাত ১২টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের (সিলেট) অধিনায়ক লেফটেন্যান্ট মো. হাফিজুর রহমান বলেন, ‘গোয়েন্দা সূত্র ও সোর্সের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজের ব্যাপারে কোনো ভিকটিমের পরিবার থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরাও বিএসএফের কাছে কিছু জানতে চাইনি। কেউ লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করলে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কী কারণে তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছেন বা বিএসএফ কীভাবে তাঁদের ধরে নিয়ে গেছে, সে বিষয়টি এখনো সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তাঁদের নাম-পরিচয় ও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। যদিও আটক ব্যক্তিরা সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গত রোববার রাতে তাঁদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদের থানায় রাখা হয়েছে, নাকি কারাগারে পাঠানো হয়েছে, বিষয়টি সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল সোমবার রাত ১২টায় স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে তাঁদের নাম বা ঠিকানা পাওয়া যায়নি।’
এ ব্যাপারে সোমবার দিবাগত রাত ১২টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের (সিলেট) অধিনায়ক লেফটেন্যান্ট মো. হাফিজুর রহমান বলেন, ‘গোয়েন্দা সূত্র ও সোর্সের মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কারও স্বজন নিখোঁজের ব্যাপারে কোনো ভিকটিমের পরিবার থেকে আমাদের কিছু জানানো হয়নি। আমরাও বিএসএফের কাছে কিছু জানতে চাইনি। কেউ লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করলে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৫ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৯ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১১ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
৩০ মিনিট আগে