মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ মেরামতে মাটি ভর্তি বস্তা ফেলার সময় হঠাৎ ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বমি করতে থাকেন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি। গত শুক্রবার দুপুরে উপজেলার করাচাপুর এলাকায় ফসলরক্ষা বাঁধে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
করাচাপুর এলাকায় অবস্থিত ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবুল কালাম বলেন, ‘অজ্ঞান হওয়া শ্রমিকদের মধ্যে রুবেল মিয়া, মিজান মিয়া, সবুজ মিয়া, আব্দুল মোতালিব, জুয়েল মিয়া ও পাবেল মিয়ার নাম মনে আছে।’ বাকিদের নাম বলতে মনে করতে পারেননি তিনি। শ্রমিকদের বাড়ি পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা গ্রামে। তাঁদের মধ্যে জুয়েল মিয়া ও পাবেল মিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।
পিআইসির সভাপতি জানান, বাঁধটি মেরামতের জন্য শুক্রবার সকাল থেকে ২০ জন শ্রমিক কাজে লাগে। বস্তায় মাটি ভর্তি করে বাঁধের পাশে ফেলছিলেন তাঁরা। দুপুরের দিকে আগে থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তায় বাঁধে ফেলতে গিয়ে ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। দ্রুত তাঁদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে ধীরে ধীরে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।
ইউএনও সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ‘মাটি ভর্তি বস্তা বাঁধে ফেলার সময় এ ঘটনা ঘটেছে। প্লাস্টিকের ওই বস্তাগুলোতে হয়তো কোনো ধরনের কেমিক্যাল ছিল। ফলে খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ওই কেমিক্যালের প্রভাবে অজ্ঞান হয়ে যান। অসুস্থদের চিকিৎসা চলছে।’
নেত্রকোনার মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ মেরামতে মাটি ভর্তি বস্তা ফেলার সময় হঠাৎ ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বমি করতে থাকেন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি। গত শুক্রবার দুপুরে উপজেলার করাচাপুর এলাকায় ফসলরক্ষা বাঁধে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
করাচাপুর এলাকায় অবস্থিত ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবুল কালাম বলেন, ‘অজ্ঞান হওয়া শ্রমিকদের মধ্যে রুবেল মিয়া, মিজান মিয়া, সবুজ মিয়া, আব্দুল মোতালিব, জুয়েল মিয়া ও পাবেল মিয়ার নাম মনে আছে।’ বাকিদের নাম বলতে মনে করতে পারেননি তিনি। শ্রমিকদের বাড়ি পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা গ্রামে। তাঁদের মধ্যে জুয়েল মিয়া ও পাবেল মিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।
পিআইসির সভাপতি জানান, বাঁধটি মেরামতের জন্য শুক্রবার সকাল থেকে ২০ জন শ্রমিক কাজে লাগে। বস্তায় মাটি ভর্তি করে বাঁধের পাশে ফেলছিলেন তাঁরা। দুপুরের দিকে আগে থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তায় বাঁধে ফেলতে গিয়ে ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। দ্রুত তাঁদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে ধীরে ধীরে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।
ইউএনও সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ‘মাটি ভর্তি বস্তা বাঁধে ফেলার সময় এ ঘটনা ঘটেছে। প্লাস্টিকের ওই বস্তাগুলোতে হয়তো কোনো ধরনের কেমিক্যাল ছিল। ফলে খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ওই কেমিক্যালের প্রভাবে অজ্ঞান হয়ে যান। অসুস্থদের চিকিৎসা চলছে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১০ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২২ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
৪১ মিনিট আগে