Ajker Patrika

ফসলরক্ষা বাঁধে মাটি ফেলার সময় অজ্ঞান ১৪ শ্রমিক

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২৩: ১৫
Thumbnail image

নেত্রকোনার মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ মেরামতে মাটি ভর্তি বস্তা ফেলার সময় হঠাৎ ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বমি করতে থাকেন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি। গত শুক্রবার দুপুরে উপজেলার করাচাপুর এলাকায় ফসলরক্ষা বাঁধে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি। 

করাচাপুর এলাকায় অবস্থিত ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবুল কালাম বলেন, ‘অজ্ঞান হওয়া শ্রমিকদের মধ্যে রুবেল মিয়া, মিজান মিয়া, সবুজ মিয়া, আব্দুল মোতালিব, জুয়েল মিয়া ও পাবেল মিয়ার নাম মনে আছে।’ বাকিদের নাম বলতে মনে করতে পারেননি তিনি। শ্রমিকদের বাড়ি পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা গ্রামে। তাঁদের মধ্যে জুয়েল মিয়া ও পাবেল মিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে। 

পিআইসির সভাপতি জানান, বাঁধটি মেরামতের জন্য শুক্রবার সকাল থেকে ২০ জন শ্রমিক কাজে লাগে। বস্তায় মাটি ভর্তি করে বাঁধের পাশে ফেলছিলেন তাঁরা। দুপুরের দিকে আগে থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তায় বাঁধে ফেলতে গিয়ে ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। দ্রুত তাঁদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে ধীরে ধীরে তাঁরা সুস্থ হয়ে উঠছেন। 

ইউএনও সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ‘মাটি ভর্তি বস্তা বাঁধে ফেলার সময় এ ঘটনা ঘটেছে। প্লাস্টিকের ওই বস্তাগুলোতে হয়তো কোনো ধরনের কেমিক্যাল ছিল। ফলে খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ওই কেমিক্যালের প্রভাবে অজ্ঞান হয়ে যান। অসুস্থদের চিকিৎসা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত