Ajker Patrika

বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ দাবি হোটেল শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক সিলেট 
Thumbnail image
বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্রসহ হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরে শ্রম আইন কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার বিকেলে হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নগরের ক্বীণ ব্রিজের (দক্ষিণ পাড়) মুখে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কতমতলী পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের বেতন মাসের অর্ধেকও চলার জন্য পর্যাপ্ত নয়। নিয়মিত বেতন না পাওয়া, শ্রমিক ছাঁটাই ও শ্রম আইন কার্যকর না হওয়ার ফলে তাঁরা অধিকার থেকে বঞ্চিত।

শ্রমিকেরা উল্লেখ করেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সপ্তাহে ছুটি, দৈনিক ৮ ঘণ্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, বার্ষিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি এবং উৎসব ছুটি পাওয়ার বিধান রয়েছে। কিন্তু হোটেল শ্রমিকরা এসব আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, শ্রম আইন বাস্তবায়নে মালিকদের অনীহা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর ভূমিকার অভাব রয়েছে।

সমাবেশ থেকে আওয়ামী সরকারের দলীয় বিবেচনায় লেজুড়বৃত্তিক মজুরি বোর্ড বাতিল করে অনবিলম্বে সঠিক শ্রমিক প্রতিনিধির উপস্থিতিতে বাজারদরের সঙ্গে সংগতি রেখে নতুন মজুরি ঘোষণার দাবি জানান এবং এ পরিপ্রেক্ষিতে সব হোটেল শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহবান জানান।

সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন সভাপতিত্ব করেন। সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজুর পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), চন্ডীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম, মেডিকেল আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমেদ ভূঁইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. সামির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত