জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
নতুন টিনশেড ঘর আর চারদিকে থইথই পানি। ঘরের মধ্যেও রয়েছে বানের পানি। বারান্দায় আনমনে নাতিকে নিয়ে বসে আছেন ছায়া বেগম (৫৫)। বানের জল দেখেই যেন কাটছে দাদি-নাতি ঈদ। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এমন দৃশ্য দেখা যায়।
কথা হয় বিধবা নারী ছায়া বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আট সদস্যের পরিবারে উপার্জনকারী দুই ছেলে। ২০২২ সালে বন্যায় পুরোনো ঘরটি ভেঙে যায়। পরে ছেলেদের অনেক কষ্টের টাকা দিয়ে নতুন এই টিনশেড ঘরটি তৈরি করা হয়। বানের পানিতে এবারও ঘরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরের মধ্যে হু-হু করে পানি ঢুকতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘ঘরের মধ্যে ধানে ভরা। ভালো ফলন হওয়ায় ঈদে সবার জন্য নতুন কাপড়চোপড় কেনা হয়েছিল। কিন্তু আমাদের ঈদ তো এখন বানের জলে ভাসছে! ঘরের জিনিসপত্র গুছিয়ে সবাইকে নিয়ে অন্য বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জানি না, ফিরে এসে ঘরটি পাব কি না! পানি আরও বাড়লে ধানগুলোও নষ্ট হয়ে যাবে। পরে তো না খেয়ে থাকতে হবে।’
এদিকে আজ দুপুর পর্যন্ত বৃষ্টি না হলেও এ উপজেলার নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার ডুবে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ উপজেলাবাসী। পানিবন্দী পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এ উপজেলায় ৩৪টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ হাজার ১০০ মানুষ আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে বন্যার্তদের জন্য ২৫ টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। নতুন করে আরও বরাদ্দ আসছে।’
নতুন টিনশেড ঘর আর চারদিকে থইথই পানি। ঘরের মধ্যেও রয়েছে বানের পানি। বারান্দায় আনমনে নাতিকে নিয়ে বসে আছেন ছায়া বেগম (৫৫)। বানের জল দেখেই যেন কাটছে দাদি-নাতি ঈদ। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এমন দৃশ্য দেখা যায়।
কথা হয় বিধবা নারী ছায়া বেগমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আট সদস্যের পরিবারে উপার্জনকারী দুই ছেলে। ২০২২ সালে বন্যায় পুরোনো ঘরটি ভেঙে যায়। পরে ছেলেদের অনেক কষ্টের টাকা দিয়ে নতুন এই টিনশেড ঘরটি তৈরি করা হয়। বানের পানিতে এবারও ঘরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরের মধ্যে হু-হু করে পানি ঢুকতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘ঘরের মধ্যে ধানে ভরা। ভালো ফলন হওয়ায় ঈদে সবার জন্য নতুন কাপড়চোপড় কেনা হয়েছিল। কিন্তু আমাদের ঈদ তো এখন বানের জলে ভাসছে! ঘরের জিনিসপত্র গুছিয়ে সবাইকে নিয়ে অন্য বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জানি না, ফিরে এসে ঘরটি পাব কি না! পানি আরও বাড়লে ধানগুলোও নষ্ট হয়ে যাবে। পরে তো না খেয়ে থাকতে হবে।’
এদিকে আজ দুপুর পর্যন্ত বৃষ্টি না হলেও এ উপজেলার নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার ডুবে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ উপজেলাবাসী। পানিবন্দী পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সার্বিক বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এ উপজেলায় ৩৪টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ হাজার ১০০ মানুষ আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে বন্যার্তদের জন্য ২৫ টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। নতুন করে আরও বরাদ্দ আসছে।’
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
৪ মিনিট আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
১ ঘণ্টা আগেউপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলো বলেন, ‘জেলেদের নাম আমরা তালিকাভুক্ত করিনি। ২০০৭-০৮ সালের দিকে ওই নামগুলো তালিকাভুক্ত করা হয়েছে। ওই সময় তালিকাভুক্ত করার পর কিছু জেলে মৃত্যুবরণ করেছেন, আবার বিভিন্ন ত্রুটির কারণে ৫৫৪ জেলেকে সহায়তার কার্ড দেওয়া হয়নি। ওই তালিকা ধরেই আমরা এখনো সহায়তা দিয়ে থাকি। সরকার যদি
১ ঘণ্টা আগে