শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওর রক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের দায়ে শামসুল ইসলাম নামে প্রকল্পের সদস্যসচিবকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দির হাওরে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় কৃষকেদের কাছে তিনি বেধড়ক মারপিটের শিকার হয়েছেন বলে জানা গেছে। পরে তিনি দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই প্রকল্প কমিটির (পিআইসি) সদস্যসচিব শামসুল ইসলাম ওই এলাকার চানপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছে, শাল্লা হুরামন্দির হাওরের ৫৫ নম্বর পিআইসির বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের চার গ্রামের মানুষ মসজিদে মাইকিং করে মেরামতের কাজে লিপ্ত হয়। এ সময় প্রকল্পের সদস্যসচিব শামসুল ইসলামকে বেধড়ক মারপিট করা হয়। আহত শামসুল ইসলাম দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত শামসুল বলেন, ‘রাতে বাঁধের কিছু জায়গায় ফাটল ধরলে সকালে আমরা মাইকিং করে মেরামতের কাজে যাই। এ সময় লোকজন আমাদের বলে টাকা দিয়ে শ্রমিক নিয়ে মেরামত কাজ করতে। তখন আমি বলেছি, দুটি বিল পেয়েছি বর্তমানে আমাদের হাতে কোনো টাকা নেই। এ সময় আটবাড়ি গ্রামের ছুফি মিয়ার নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
হামলা ও মারধরের সত্যতা নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ‘হুরামন্দির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ মেরামতের কাজে জড়ো হয়। বিক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকেরা পিআইসির সেক্রেটারি শামসুলকে মারধর করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আহত শামসুলকে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনেরা।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম বলেন, ‘বিষয়টি আমার জানলাম। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
হাওর রক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের দায়ে শামসুল ইসলাম নামে প্রকল্পের সদস্যসচিবকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দির হাওরে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় কৃষকেদের কাছে তিনি বেধড়ক মারপিটের শিকার হয়েছেন বলে জানা গেছে। পরে তিনি দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওই প্রকল্প কমিটির (পিআইসি) সদস্যসচিব শামসুল ইসলাম ওই এলাকার চানপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয়রা বলছে, শাল্লা হুরামন্দির হাওরের ৫৫ নম্বর পিআইসির বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের চার গ্রামের মানুষ মসজিদে মাইকিং করে মেরামতের কাজে লিপ্ত হয়। এ সময় প্রকল্পের সদস্যসচিব শামসুল ইসলামকে বেধড়ক মারপিট করা হয়। আহত শামসুল ইসলাম দিরাই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত শামসুল বলেন, ‘রাতে বাঁধের কিছু জায়গায় ফাটল ধরলে সকালে আমরা মাইকিং করে মেরামতের কাজে যাই। এ সময় লোকজন আমাদের বলে টাকা দিয়ে শ্রমিক নিয়ে মেরামত কাজ করতে। তখন আমি বলেছি, দুটি বিল পেয়েছি বর্তমানে আমাদের হাতে কোনো টাকা নেই। এ সময় আটবাড়ি গ্রামের ছুফি মিয়ার নেতৃত্বে কয়েকজন আমার ওপর হামলা চালায়।’
হামলা ও মারধরের সত্যতা নিশ্চিত করে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বলেন, ‘হুরামন্দির হাওরের একটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ মেরামতের কাজে জড়ো হয়। বিক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকেরা পিআইসির সেক্রেটারি শামসুলকে মারধর করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই আহত শামসুলকে উপজেলা হাসপাতালে নিয়ে যায় তাঁর স্বজনেরা।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর আলম বলেন, ‘বিষয়টি আমার জানলাম। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
১৫ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
১৯ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২১ মিনিট আগেআজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে