Ajker Patrika

মুদিদোকানির এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
মুদিদোকানির এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

সিরাজগঞ্জের তাড়াশে মুদিদোকানির ১ মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এই অস্বাভাবিক বিল দেখে হতবাক হন তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে।

জানা যায়, তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মো. নজিবর রহমানের ছেলে মো. আব্দুল হাকিম পেশায় একজন মুদিদোকানি।

আজ রোববার (২২ জুন) দুপুরে তাঁ কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যুতের একজন বিলিং সহকারী। বিল হাতে তিনি দেখতে পান, তাঁর নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা।

এই বিল দেখে তিনি আশ্চর্য হয়ে যান। মো. আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যুতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তাড়াশ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামসুজ্জামান বলেন, ‘এটি মূলত ‘প্রিন্ট মিসটেক’। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

খুলনার কমিশনার, ১৩ এসপিসহ পুলিশের ২২ কর্মকর্তাকে বদলি

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, প্রার্থী হবেন ধানের শীষের

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...