সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
এ মামলায় আরেক আসামি মোছা. সাহিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান (মাসুদ)।
এজাহার সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই ইসমাইল যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকেন।
২০২০ সালের ১৯ জুন (শুক্রবার) দুপুরে ইসমাইল তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে ইসমাইল ও মা সাহিদা বেগমকে আসামি করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
এ মামলায় আরেক আসামি মোছা. সাহিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুর রহমান (মাসুদ)।
এজাহার সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই ইসমাইল যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতে থাকেন।
২০২০ সালের ১৯ জুন (শুক্রবার) দুপুরে ইসমাইল তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যান তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।
পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে ইসমাইল ও মা সাহিদা বেগমকে আসামি করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।
চট্টগ্রামের মিরসরাই থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেনিজের ছাত্রীকে (১৮) ধর্ষণ ও অপহরণের অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পাইকান কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারকে (৫৫) আটক করা হয়।
৭ মিনিট আগেদেশে এই মুহূর্তে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে এবং গুদামগুলো এখন সার দিয়ে ভরা বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান রুহুল আমিন খান। তিনি বলেন, এমওপি, টিএসপি, ডিএপিসহ সব ধরনের সারের পর্যাপ্ততা নিশ্চিত করা হয়েছে।
১১ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ মিনিট আগে