জুবাইদুল ইসলাম, শেরপুর
চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে শেরপুর জেলা সদর থেকে নালিতাবাড়ী উপজেলার গাজীরখামার হয়ে যাওয়া সড়ক। কোথাও পাকা সড়কের চিহ্ন নেই, কোথাও আবার সৃষ্টি হয়েছে এক থেকে দুই ফুট গভীর গর্ত। খানাখন্দে ভরা সড়কে ছোট ও মাঝারি যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, ঘটছে দুর্ঘটনাও।
নালিতাবাড়ী উপজেলাসহ আশপাশের ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান এ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, সড়কটি সংস্কারে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি অনুমোদন পেলে পুরো সড়কের কাজ শুরু হবে। পাশাপাশি কিছু অংশে জরুরি ভিত্তিতে মেরামতের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, প্রতিদিন শেরপুর ও নালিতাবাড়ীর দুটি পৌরসভা এবং পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১৭ কিলোমিটার অংশ প্রশস্ত ও সংস্কার করা হয়। তবে কাজটি শেষ হতে সময় লাগে চার বছর। ২০২০ সালে কাজ শেষ হলেও এক বছর না যেতেই ফের ভেঙে পড়ে সড়কটি।
সরেজমিনে সদর উপজেলার গাজীরখামার বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে পুরো সড়কটি ভেঙে গিয়ে ইট-সুরকি বের হয়ে এসেছে। বাজারের লোকজন মিলে ইট, বালু, সুরকি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। কিছু দূর পরপরই বড় গর্ত। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিন বিপাকে পড়ছেন।
সড়কটি ব্যবহারকারী মোটরসাইকেলচালক ও জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। বিশেষ করে বাজার এলাকায় এত বড় গর্ত তৈরি হয়েছে যে গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ পার হওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
স্থানীয় স্কুলছাত্র সবুজ মিয়া বলেন, ‘রাস্তার এমন অবস্থা যে হেঁটে চলতেও ভয় লাগে। কখন কোন গাড়ি উল্টে পড়ে যায়, বলা যায় না।’
স্থানীয় বাসিন্দা ফজর আলী বলেন, ‘এই রাস্তাটা ঠিক করতে সময় লেগেছে ৪ বছর। কিন্তু এক বছরও টেকেনি। এখন তো আর মেরামতেরও কোনো খবর নেই।’
পলাশিয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন, বাবর আলী ও আল-আমিনসহ অনেকে বলেন, দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কটির সংস্কারে একটি বড় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সদর উপজেলার কামারেরচর থেকে গাজীরখামার, নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাট পর্যন্ত সড়ক সংস্কার করা হবে। প্রকল্প অনুমোদন হলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘গাজীরখামার বাজারসহ যেসব স্থানে বড় গর্ত হয়েছে, সেগুলো অচিরেই জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।’
চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে শেরপুর জেলা সদর থেকে নালিতাবাড়ী উপজেলার গাজীরখামার হয়ে যাওয়া সড়ক। কোথাও পাকা সড়কের চিহ্ন নেই, কোথাও আবার সৃষ্টি হয়েছে এক থেকে দুই ফুট গভীর গর্ত। খানাখন্দে ভরা সড়কে ছোট ও মাঝারি যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ, ঘটছে দুর্ঘটনাও।
নালিতাবাড়ী উপজেলাসহ আশপাশের ইউনিয়নে যাতায়াতের অন্যতম প্রধান এ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, সড়কটি সংস্কারে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি অনুমোদন পেলে পুরো সড়কের কাজ শুরু হবে। পাশাপাশি কিছু অংশে জরুরি ভিত্তিতে মেরামতের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, প্রতিদিন শেরপুর ও নালিতাবাড়ীর দুটি পৌরসভা এবং পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১৭ কিলোমিটার অংশ প্রশস্ত ও সংস্কার করা হয়। তবে কাজটি শেষ হতে সময় লাগে চার বছর। ২০২০ সালে কাজ শেষ হলেও এক বছর না যেতেই ফের ভেঙে পড়ে সড়কটি।
সরেজমিনে সদর উপজেলার গাজীরখামার বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে পুরো সড়কটি ভেঙে গিয়ে ইট-সুরকি বের হয়ে এসেছে। বাজারের লোকজন মিলে ইট, বালু, সুরকি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। কিছু দূর পরপরই বড় গর্ত। এতে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ প্রতিদিন বিপাকে পড়ছেন।
সড়কটি ব্যবহারকারী মোটরসাইকেলচালক ও জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। বিশেষ করে বাজার এলাকায় এত বড় গর্ত তৈরি হয়েছে যে গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ পার হওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।’
স্থানীয় স্কুলছাত্র সবুজ মিয়া বলেন, ‘রাস্তার এমন অবস্থা যে হেঁটে চলতেও ভয় লাগে। কখন কোন গাড়ি উল্টে পড়ে যায়, বলা যায় না।’
স্থানীয় বাসিন্দা ফজর আলী বলেন, ‘এই রাস্তাটা ঠিক করতে সময় লেগেছে ৪ বছর। কিন্তু এক বছরও টেকেনি। এখন তো আর মেরামতেরও কোনো খবর নেই।’
পলাশিয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন, বাবর আলী ও আল-আমিনসহ অনেকে বলেন, দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সড়কটির সংস্কারে একটি বড় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সদর উপজেলার কামারেরচর থেকে গাজীরখামার, নালিতাবাড়ী হয়ে হালুয়াঘাট পর্যন্ত সড়ক সংস্কার করা হবে। প্রকল্প অনুমোদন হলেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘গাজীরখামার বাজারসহ যেসব স্থানে বড় গর্ত হয়েছে, সেগুলো অচিরেই জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।’
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
৮ মিনিট আগেকলেজ সেকশনে ১২ জন শিক্ষক রয়েছেন। আর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ের চিত্র মিলেছে।
১৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)।
৩১ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নলবোনার বিলে দেখা মিলেছে শাপলা ফুলের। আর এসব ফুল তুলতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে শিশু-কিশোর ও মাঠে কাজ করতে আসা কৃষকেরা। সাপের ভয় থাকলেও পানিতে নেমে ফুল তুলছে তারা।
১ ঘণ্টা আগে