নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুমানারা খাতুন (৫৫)। গত সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নিহতের দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, উপজেলার বাগিচাপুর গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সঙ্গে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোর করে ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এ সময় আম্বিয়া ও তাঁর ছেলের বউ মালেকা ওই নারীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে গিয়াস উদ্দীন তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়।
পরে ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।
মামলার বাদী আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুমানারা খাতুন (৫৫)। গত সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আজ রোববার নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নিহতের দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, উপজেলার বাগিচাপুর গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সঙ্গে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোর করে ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এ সময় আম্বিয়া ও তাঁর ছেলের বউ মালেকা ওই নারীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে গিয়াস উদ্দীন তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়।
পরে ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়।
মামলার বাদী আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
৩১ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৪৪ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১ ঘণ্টা আগে