শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমাইয়া আক্তারের (২০) ঝুলন্ত লাশ নিজের শোয়ারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল বুধবার ছিল সুমাইয়ার জন্মদিন। এদিন সহপাঠী নিয়ে কলেজে কেক কেটে জন্মদিন পালনের পর রাতে পারিবারিকভাবে সুমাইয়ার জন্মদিন পালন করা হয়। এরপর রাতের খাবার খাওয়া শেষে সুমাইয়া নিজের ঘরে চলে যান এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেন।
গতকাল মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তাঁরা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকে। তবে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
সুমাইয়ার চাচা নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘গতকাল গভীর রাতে সুমাইয়ার মোবাইল ফোনের রিংটোনের শব্দে বাড়ির লোকজন জেগে উঠে সুমাইয়াকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয় তারা আমাকে খবর দেয়। রাত ৩টার দিকে আমি দ্রুত ছুটে যাই। সবাই মিলে দরজা ভেঙে দেখি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাতে একটি ছেলের নম্বর থেকে সুমাইয়ার মোবাইল ফোনে ১০০ বারের বেশি কল আসে। ওই ছেলের কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।’ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানান কাউন্সিলর আবু জাফর।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কলেজছাত্রী সুমাইয়া কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’
শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমাইয়া আক্তারের (২০) ঝুলন্ত লাশ নিজের শোয়ারঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার বৈশাখীপাড়া গ্রামের আবু বকর শেখের মেয়ে। তিনি নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল বুধবার ছিল সুমাইয়ার জন্মদিন। এদিন সহপাঠী নিয়ে কলেজে কেক কেটে জন্মদিন পালনের পর রাতে পারিবারিকভাবে সুমাইয়ার জন্মদিন পালন করা হয়। এরপর রাতের খাবার খাওয়া শেষে সুমাইয়া নিজের ঘরে চলে যান এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেন।
গতকাল মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তাঁরা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকে। তবে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। বিষয়টি নড়িয়া থানায় জানানো হলে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
সুমাইয়ার চাচা নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, ‘গতকাল গভীর রাতে সুমাইয়ার মোবাইল ফোনের রিংটোনের শব্দে বাড়ির লোকজন জেগে উঠে সুমাইয়াকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয় তারা আমাকে খবর দেয়। রাত ৩টার দিকে আমি দ্রুত ছুটে যাই। সবাই মিলে দরজা ভেঙে দেখি সুমাইয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাতে একটি ছেলের নম্বর থেকে সুমাইয়ার মোবাইল ফোনে ১০০ বারের বেশি কল আসে। ওই ছেলের কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।’ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন বলে জানান কাউন্সিলর আবু জাফর।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কলেজছাত্রী সুমাইয়া কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।’
চাকরি স্থায়ী করাসহ সাত দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজশাহী কার্যালয়ের অস্থায়ী কর্মচারীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের লক্ষ্মীপুর এলাকায় সড়ক ভবনের ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
১০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
২১ মিনিট আগেখুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
৪২ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
১ ঘণ্টা আগে