শরীয়তপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। তারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, নির্যাতন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সেই সম্পদ পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। এসব অপকর্ম করে অবশেষে তারা দেশ থেকে পালিয়েছে। তাদের কেউ তাড়ায়নি।’
আজ সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর জামায়াত এ পথসভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের অনেক নেতাকে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী। পরিবর্তিত পরিস্থিতিতেও তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাঁকে দ্রুত মুক্তি দিন। আমাদের ভাই আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবে। তা না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।’
শফিকুর রহমান বলেন, ‘টানা সাড়ে ১৫ বছর আমাদের ওপর জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদেরা তাদের সরাতে পারিনি। আমাদের ছাত্রসমাজের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’
যুবকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সমাজ গড়ার জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। যুবকেরা এগিয়ে এলে বিপ্লব সফল হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, জেলা আমির মুহা. আবদুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
শফিকুর রহমান এরপর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী গ্রামে জামায়াত নেতা বেলাল হোসাইনের বাড়ি যান। সেখানে তাঁর কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নেন। বেলাল হোসাইন ২০১৩ সালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে মারা যান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। তারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, নির্যাতন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সেই সম্পদ পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। এসব অপকর্ম করে অবশেষে তারা দেশ থেকে পালিয়েছে। তাদের কেউ তাড়ায়নি।’
আজ সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা ও পৌর জামায়াত এ পথসভার আয়োজন করে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের অনেক নেতাকে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ওই প্রহসনের শিকার জামায়াত নেতা আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী। পরিবর্তিত পরিস্থিতিতেও তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাঁকে দ্রুত মুক্তি দিন। আমাদের ভাই আজহারুলকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবে। তা না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।’
শফিকুর রহমান বলেন, ‘টানা সাড়ে ১৫ বছর আমাদের ওপর জুলুম চলেছে। আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা রাজনীতিবিদেরা তাদের সরাতে পারিনি। আমাদের ছাত্রসমাজের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।’
যুবকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সমাজ গড়ার জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। যুবকেরা এগিয়ে এলে বিপ্লব সফল হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, জেলা আমির মুহা. আবদুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।
শফিকুর রহমান এরপর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কোড়ালতলী গ্রামে জামায়াত নেতা বেলাল হোসাইনের বাড়ি যান। সেখানে তাঁর কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নেন। বেলাল হোসাইন ২০১৩ সালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে মারা যান।
টিকটকে পরিচয়ের সূত্রে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নেন যুবক। এরপর মাদকের আখড়ায় আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
১৫ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়ার সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রোববার (১৯ অক্টোবর) সকালে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ এই চোরাই পণ্য জব্দ করা হয়।
৩৬ মিনিট আগেময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
৩৮ মিনিট আগে