Ajker Patrika

ভোর থেকে লাইনে, তবু খালি হাতে ফেরেন অনেকে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
ওএমএসের আটা কিনতে নারীদের লাইন। ছবি: আজকের পত্রিকা
ওএমএসের আটা কিনতে নারীদের লাইন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় স্বল্পমূল্যের ওএমএসের আটা কিনতে প্রতিদিন শত শত মানুষ লাইনে দাঁড়াচ্ছে। ভোর থেকে সারবদ্ধভাবে অপেক্ষা করেও অনেকে শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরছে। বিশেষ করে আটা কিনতে আসা বৃদ্ধ, অসুস্থ নারী ও শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়ছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তালা সদরের ওএমএস ডিলার আনোয়ার হোসেন আনুর বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিন শতাধিক নারী-পুরুষ ২৪ টাকা কেজি দরে আটা কিনতে লাইনে দাঁড়িয়ে আছে। কারও কোলে দুধের শিশু, কেউ আবার অসুস্থ শরীর নিয়ে ভোর থেকে অপেক্ষা করছে। ৫ কেজি আটা কেনার জন্য অনেকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত ভ্যানভাড়া দিয়ে দূর-দূরান্ত থেকে এসেছে।

জেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’ আরেক ক্রেতা ছকিনা বেগম বলেন, ‘২০ টাকা ভ্যানভাড়া দিয়ে এসেছি, কিন্তু জানি না আটা পাব কি না। বরাদ্দ বাড়ানো দরকার।’ রাজমিস্ত্রি আব্দুস সবুর বলেন, ‘এলাকায় এখন কাজ নেই, বাজারে সবকিছুর দাম বেড়েছে। তাই মানুষ সরকারি আটা কিনতে লাইনে আসে। কিন্তু অনেকেই না পেয়ে হতাশ হয়ে ফেরে।’

ডিলারের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিন ৫০০ কেজি আটা বরাদ্দ থাকে। কিন্তু চাহিদা এত বেশি যে শত শত মানুষ এসে পড়ে। তাই সপ্তাহে এক দিন নারীদের ও এক দিন পুরুষদের জন্য আলাদা দিন নির্ধারণ করা হয়েছে। চাহিদা মেটাতে ৫ কেজির পরিবর্তে আড়াই কেজি করে দিচ্ছি, তবু সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।’

ওএমএস ডিলার মো. আনোয়ার হোসেন আনু বলেন, ‘প্রতিদিন মাত্র ৫০০ কেজি আটা বরাদ্দ দেওয়া হয়, যা তালা সদরের বিপুল চাহিদার তুলনায় খুবই কম। অর্ধেক মানুষ খালি হাতে ফিরতে বাধ্য হয়। বিষয়টি মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, ‘ক্ষুধামুক্ত দেশ গড়তে হলে খাদ্য কর্মসূচির আওতায় উপজেলায় চাল ও আটা বরাদ্দ মানুষের চাহিদা অনুযায়ী বাড়াতে হবে। বরাদ্দ কম থাকায় মানুষ কষ্টে আছে। তাই সরকারকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

তালা উপজেলা খাদ্য কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত