পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুই শতাধিক গাছ নষ্ট হওয়ায় ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। এ ঘটনায় ঋণের কারণে কৃষক আব্দুস সবুর এখন দিশাহারা।
ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানা সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত লালচন্দ্রপুর গ্রামে। সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুস সবুর তিন বিঘা জমি বর্গা নিয়ে কুল চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই ফুল চলে এসেছিল এবং অল্পদিনের মধ্যেই ফল আসার কথা। কিন্তু রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর কুলবাগানের দুই শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়।
সোমবার সকালে সবুর বাগানে গিয়ে দেখেন তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমি সবকিছু শেষ করে জমি বর্গা নিয়ে কুল চাষ করেছি। ফুল এসেছে, অল্পদিনের মধ্যে ফলও আসতো। কিন্তু রাতের অন্ধকারে সব শেষ হয়ে গেল।’
ক্ষতিগ্রস্ত কৃষক সবুর জানান, তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই চাষ করেছিলেন। কুল বিক্রি করে তিনি ঋণের কিস্তি শোধ করার এবং সংসারের হাল ধরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এই ঘটনায় তার সব স্বপ্ন ভেঙে গেছে।
এ বিষয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রানাকে বিষয়টি জানিয়েছেন। চেয়ারম্যান মাসুদ রানা বলেন, “আমি বিষয়টি শুনেছি। এ ধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।”
ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামে এক কৃষকের তিন বিঘা জমির কুলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দুই শতাধিক গাছ নষ্ট হওয়ায় ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর। এ ঘটনায় ঋণের কারণে কৃষক আব্দুস সবুর এখন দিশাহারা।
ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানা সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত লালচন্দ্রপুর গ্রামে। সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুস সবুর তিন বিঘা জমি বর্গা নিয়ে কুল চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই ফুল চলে এসেছিল এবং অল্পদিনের মধ্যেই ফল আসার কথা। কিন্তু রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর কুলবাগানের দুই শতাধিক গাছ কেটে সাবাড় করে দেয়।
সোমবার সকালে সবুর বাগানে গিয়ে দেখেন তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমি সবকিছু শেষ করে জমি বর্গা নিয়ে কুল চাষ করেছি। ফুল এসেছে, অল্পদিনের মধ্যে ফলও আসতো। কিন্তু রাতের অন্ধকারে সব শেষ হয়ে গেল।’
ক্ষতিগ্রস্ত কৃষক সবুর জানান, তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে এই চাষ করেছিলেন। কুল বিক্রি করে তিনি ঋণের কিস্তি শোধ করার এবং সংসারের হাল ধরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এই ঘটনায় তার সব স্বপ্ন ভেঙে গেছে।
এ বিষয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রানাকে বিষয়টি জানিয়েছেন। চেয়ারম্যান মাসুদ রানা বলেন, “আমি বিষয়টি শুনেছি। এ ধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।”
ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।
দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মর্টারের সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস আলম (২৪) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া ইউনিয়নের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উমর হাসান (২৩) নামের এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। খুনের ঘটনায় নিহত ব্যক্তির বন্ধু খাইরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগেমাদারীপুরের একটি কলেজের ২৮ শিক্ষার্থীর মধ্যে ২৫ জন এবার এইচএসসি পরীক্ষা দিলেও পাস করেননি কেউই। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এইচএসসির ফলাফল ঘোষণা করলে কলেজটির এই বিপর্যয়ের চিত্র দেখা যায়।
৩০ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে