চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
‘অল্পের জন্যে মুই বাচি গেইছং, কতবার কনু গাচ কাটবের, শুনিলনে ওমরা। সেই গাচ মোর ঘরটা ভাঙ্গি দিলে, অল্পের জন্য জীবনটা বাচিল মোর’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জয়গুন বেওয়া। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নৃশিংভাজ এলাকার বাসিন্দা জয়গুন বেওয়া (৮০)।
ভিক্ষাবৃত্তি করে দিন চলে স্বামীহারা বৃদ্ধা জয়গুনের। নিজের জায়গাজমি না থাকায় ওই এলাকার আবুল বাশারতের বাড়িতে আশ্রয় নেন। আবুল বাশারত নিজ খরচে জয়গুনের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। গতকাল বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জয়গুন বেওয়ার সেই একমাত্র আশ্রয়।
জয়গুনের অভিযোগ, তাঁর পাশের বাড়ির শিমুল গাছের কারণেই ঘরটি ভেঙে গেছে। এমন অভিযোগ করে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আবুল বাশারত।
প্রতিবেশী মমতাজ বেগমের বাড়ির একটি শিমুল গাছের কারণে এত বড় ক্ষতি হলো বৃদ্ধার। দীর্ঘদিন থেকে গাছটি কাটতে বলে আসছিলেন জয়গুন। শিমুল গাছটির শিকরে জয়গুনের ঘর জড়িয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঝড়ে শিমুল গাছটির ডাল জয়গুনের ঘরে পড়ে। এতে ঘরটি গুঁড়িয়ে যায়। প্রাণে রক্ষা পেয়ে জয়গুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল বাশারত বলেন, ‘আমি বৃদ্ধাকে ঠাঁই দিয়েছি। ঝড়ে তার ঘরটি ভেঙে গেছে। তার ঘরের পাশে একটি শিমুল গাছ ছিল। সেই গাছটি ঘরের ওপর পড়েছে। আমি এর আগে শিমুল গাছটি কাটতে মালিককে অনেকবার বলেছি, তিনি আমার কথা তোয়াক্কা করেন না। এ নিয়ে এলাকায় কয়েকবার মিটিং সালিস করা হয়। কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমি চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি।’
গাছের মালিক মমতাজ বেগমে ছেলে মাজহারুল ইসলাম মিলন বলেন, জায়গার সমস্যার কারণে শিমুল গাছটি কাটা হয়নি।
এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) বলেন, ‘মমতাজ বেগমের পরিবারকে গাছটি কাটতে বলেছিলাম। কিন্তু কেন যে সে গাছটি কাটেনি তা আমি জানি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘অল্পের জন্যে মুই বাচি গেইছং, কতবার কনু গাচ কাটবের, শুনিলনে ওমরা। সেই গাচ মোর ঘরটা ভাঙ্গি দিলে, অল্পের জন্য জীবনটা বাচিল মোর’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জয়গুন বেওয়া। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নৃশিংভাজ এলাকার বাসিন্দা জয়গুন বেওয়া (৮০)।
ভিক্ষাবৃত্তি করে দিন চলে স্বামীহারা বৃদ্ধা জয়গুনের। নিজের জায়গাজমি না থাকায় ওই এলাকার আবুল বাশারতের বাড়িতে আশ্রয় নেন। আবুল বাশারত নিজ খরচে জয়গুনের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। গতকাল বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জয়গুন বেওয়ার সেই একমাত্র আশ্রয়।
জয়গুনের অভিযোগ, তাঁর পাশের বাড়ির শিমুল গাছের কারণেই ঘরটি ভেঙে গেছে। এমন অভিযোগ করে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন আবুল বাশারত।
প্রতিবেশী মমতাজ বেগমের বাড়ির একটি শিমুল গাছের কারণে এত বড় ক্ষতি হলো বৃদ্ধার। দীর্ঘদিন থেকে গাছটি কাটতে বলে আসছিলেন জয়গুন। শিমুল গাছটির শিকরে জয়গুনের ঘর জড়িয়ে গিয়েছিল। গতকাল বুধবার রাতে ঝড়ে শিমুল গাছটির ডাল জয়গুনের ঘরে পড়ে। এতে ঘরটি গুঁড়িয়ে যায়। প্রাণে রক্ষা পেয়ে জয়গুন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে বাড়ির মালিক আবুল বাশারত বলেন, ‘আমি বৃদ্ধাকে ঠাঁই দিয়েছি। ঝড়ে তার ঘরটি ভেঙে গেছে। তার ঘরের পাশে একটি শিমুল গাছ ছিল। সেই গাছটি ঘরের ওপর পড়েছে। আমি এর আগে শিমুল গাছটি কাটতে মালিককে অনেকবার বলেছি, তিনি আমার কথা তোয়াক্কা করেন না। এ নিয়ে এলাকায় কয়েকবার মিটিং সালিস করা হয়। কিন্তু তাতেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আমি চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি।’
গাছের মালিক মমতাজ বেগমে ছেলে মাজহারুল ইসলাম মিলন বলেন, জায়গার সমস্যার কারণে শিমুল গাছটি কাটা হয়নি।
এ বিষয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) বলেন, ‘মমতাজ বেগমের পরিবারকে গাছটি কাটতে বলেছিলাম। কিন্তু কেন যে সে গাছটি কাটেনি তা আমি জানি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
২ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
৬ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
৮ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৫ মিনিট আগে