Ajker Patrika

নীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারী সদর উপজেলায় ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় জড়িত আবু বক্কর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারী সদর থানায় শিশুটির মামার করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটি ১১ মার্চ দুপুরে স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিল। পথে আবু বক্কর শিশুটিকে পেঁপে দেওয়ার কথা বলে নির্জন একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে বক্কর। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। ঘটনার দুই দিনের মাথায় ১৪ মার্চ রাতে শিশুটি অসুস্থ বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়।

এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী জানান, শিশুটির মা সৌদিপ্রবাসী। এ কারণে ৭ বছরের ভাগনি তাদের বাড়িতে থাকে। অভিযুক্ত আবু বক্করের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বাদী।

নীলফামারী থানার ওসি মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে ভর্তি রেখে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত