Ajker Patrika

কুড়িগ্রামে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় আলিফ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়। আজ শনিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের সিডির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার। নিহত আলিফ যাত্রাপুরের খানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, আলিফ তার বাড়ি সংলগ্ন একটি দোকানে চিপস কিনতে যায়। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় যাত্রাপুর থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। 

চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাক্টরের চাপায় শিশুটি মারা যায়। ট্রাক্টরের মালিকপক্ষ শিশুটির পরিবারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে বলে জানতে পেরেছি। ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত