Ajker Patrika

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০: ০৮
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)। 

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার গভীর রাতে মংলু, সাদিকসহ কয়েকজন বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে ভারতীয় গরু আনতে যান। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপারে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দুজন।’ 

পরে মংলু ও সাদিকের মরদেহ সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন বলেও জানান এই ইউপি সদস্য। 

বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত