Ajker Patrika

পীরগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সেতু

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১৮: ৫০
পীরগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়ল সেতু

পীরগঞ্জ (রংপুর): পীরগঞ্জে উদ্বোধনের আগেই ধসে পড়েছে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে উপজেলার ধুলগাড়ী গ্রামে সেতুটি নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানায়, ২০১৯-২০ অর্থবছরে উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ী গ্রামে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে মেসার্স তাজুল কনস্ট্রাকশন একটি সেতু নির্মাণ করে। ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য ৩৮ ফুট এবং প্রস্থ ১৪ ফুট।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগে জানায়, শুরু থেকেই সেতুটি নির্মাণে নিম্নমানের কাজ করে। এ ব্যাপারে অভিযোগ করলেও তদারকি কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেননি। সেতুটির নিচে ভিত্তির ওপরে ৪ ইঞ্চি উচ্চতার একটি ঢালাই দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অপরদিক ঠিকাদারি প্রতিষ্ঠানটি সেতুটি নির্মাণের পর নদীর দুই পাড়ের মাটি কেটে সংযোগ সড়ক নির্মাণ করে। নিম্নমানের কাজ হওয়ায় ব্রিজের উইং ওয়াল ভেঙে গেছে। এ ছাড়াও ব্রিজের পাশ ও গার্ডারও ফেটে গেছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি সাড়া দেননি।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান বলেন,  ‘ভেকু মেশিন দিয়ে ব্রিজের নিচ থেকে মাটি তুলতে গিয়ে ব্রিজটি ভেঙে এবং ফেটে গেছে। আমরা তা ঠিক করে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত