বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর অফিসের সেকশন অফিসার (গ্রেড-১) মো. রাফিউল হাসান ওরফে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
রংপুর নগরীর পশ্চিম গণেশপুর বাস টার্মিনাল শাপলা রোডে এক রড-সিমেন্টের দোকানে গিয়ে চাঁদা দাবি করে সেই দোকান বন্ধ করে তালা দিয়েছেন উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রুহুল আমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাত সাড়ে ১১টার সময় অভিযুক্ত রাসেল তার একজন সহযোগীকে নিয়ে রুহুল আমিনের বাস টার্মিনাল এলাকার বাসায় যান। সেসময় রুহুল আমিন বাড়িতে না থাকায় স্ত্রী খুশি আরা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নানা ধরনের হুমকি দেয়। রুহুল আমিনের কাছে ৫০-৬০ হাজার টাকা পাবে বলে তাঁর স্ত্রী খুশি আরা বেগমকে জানান রাসেল।
তবে রাসেল কোনো টাকা পাবেন না বলে অভিযোগে উল্লেখ করেন রুহুল আমিন।
পরে গত রোববার (১২ মে) সন্ধ্যা ৭টায় রাসেল তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে রুহুল আমিনের রড-সিমেন্টের দোকানে গিয়ে টাকা দাবি করেন। সেসময় রুহুল আমিন দোকানে না থাকায় তার ম্যানেজার আজিজুল ইসলামকে দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন রাসেল। এ সময় টাকা না দেওয়া পর্যন্ত দোকান খোলা যাবে না বলে হুমকি দেন তিনি। দোকান খুললে রুহুল আমিনকে মারপিট করাসহ খুন ও জখমেরও হুমকি দেন রাসেল।
রুহুল আমিন তার জানমালের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিয়ে রংপুর কোতোয়ালি থানায় সোমবার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বেরোবি কর্মকর্তা রাসেল অভিযোগের বিষয়ে তিনি জানেন না উল্লেখ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ রুহুল আমিনের কাছে টাকা পান। কিন্তু তিনি সেই টাকা দিচ্ছিলেন না। এ জন্য আমি গিয়ে সেই টাকা দেওয়ার কথা বলে আসছিলাম। এর বেশি কিছু না। এখন অভিযোগ হয়েছে কি না সে বিষয়ে আমি জানি না।’
রাসেলকে টাকা তুলতে পাঠিয়েছেন কি না এ বিষয়ে সহযোগী অধ্যাপক আপেল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে টাকা পেতাম সেটা তো পেয়ে গেছি। আর রাসেলকে আমি টাকা আনতেও পাঠাইনি এমনকি তাঁর সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথাও হয়নি। যদি সে গিয়ে থাকে তাহলে এটা স্বপ্রণোদিত হয়েই গেছে।’
তিনি কখন টাকা পেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে আপেল মাহমুদ বলেন, গত শনিবার (১১ মে) আমাকে চেক দেওয়া হয়েছে। সেই টাকা আমার অ্যাকাউন্টে রোববার (১২ মে) বিকেলে আসে। এখন যে অভিযোগ হয়েছে এটার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাছাড়া আমি টাকা পেয়েছি রোববার বিকেল সাড়ে পাঁচটায়। আর রাসেল সিমেন্টের দোকানে গেছেন সন্ধ্যা সাতটায়।
রংপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহজালাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বিবাদী রাসেল থানায় এসেছিলেন। তারা নিজেরাই বিষয়টির মীমাংসা করে নেবেন বলে আমাকে জানিয়েছেন। পরে আমি বাদীর সঙ্গে কথা বলে তাদেরকে সময় দিয়েছি। এরপর কি হলো এখন পর্যন্ত আর জানি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই।’
রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন, ‘আমি এই বিষয়ে অবগত না।’
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর অফিসের সেকশন অফিসার (গ্রেড-১) মো. রাফিউল হাসান ওরফে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
রংপুর নগরীর পশ্চিম গণেশপুর বাস টার্মিনাল শাপলা রোডে এক রড-সিমেন্টের দোকানে গিয়ে চাঁদা দাবি করে সেই দোকান বন্ধ করে তালা দিয়েছেন উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রুহুল আমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাত সাড়ে ১১টার সময় অভিযুক্ত রাসেল তার একজন সহযোগীকে নিয়ে রুহুল আমিনের বাস টার্মিনাল এলাকার বাসায় যান। সেসময় রুহুল আমিন বাড়িতে না থাকায় স্ত্রী খুশি আরা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নানা ধরনের হুমকি দেয়। রুহুল আমিনের কাছে ৫০-৬০ হাজার টাকা পাবে বলে তাঁর স্ত্রী খুশি আরা বেগমকে জানান রাসেল।
তবে রাসেল কোনো টাকা পাবেন না বলে অভিযোগে উল্লেখ করেন রুহুল আমিন।
পরে গত রোববার (১২ মে) সন্ধ্যা ৭টায় রাসেল তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে রুহুল আমিনের রড-সিমেন্টের দোকানে গিয়ে টাকা দাবি করেন। সেসময় রুহুল আমিন দোকানে না থাকায় তার ম্যানেজার আজিজুল ইসলামকে দোকান থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন রাসেল। এ সময় টাকা না দেওয়া পর্যন্ত দোকান খোলা যাবে না বলে হুমকি দেন তিনি। দোকান খুললে রুহুল আমিনকে মারপিট করাসহ খুন ও জখমেরও হুমকি দেন রাসেল।
রুহুল আমিন তার জানমালের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিয়ে রংপুর কোতোয়ালি থানায় সোমবার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বেরোবি কর্মকর্তা রাসেল অভিযোগের বিষয়ে তিনি জানেন না উল্লেখ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ রুহুল আমিনের কাছে টাকা পান। কিন্তু তিনি সেই টাকা দিচ্ছিলেন না। এ জন্য আমি গিয়ে সেই টাকা দেওয়ার কথা বলে আসছিলাম। এর বেশি কিছু না। এখন অভিযোগ হয়েছে কি না সে বিষয়ে আমি জানি না।’
রাসেলকে টাকা তুলতে পাঠিয়েছেন কি না এ বিষয়ে সহযোগী অধ্যাপক আপেল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে টাকা পেতাম সেটা তো পেয়ে গেছি। আর রাসেলকে আমি টাকা আনতেও পাঠাইনি এমনকি তাঁর সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথাও হয়নি। যদি সে গিয়ে থাকে তাহলে এটা স্বপ্রণোদিত হয়েই গেছে।’
তিনি কখন টাকা পেয়েছেন এ বিষয়ে জানতে চাইলে আপেল মাহমুদ বলেন, গত শনিবার (১১ মে) আমাকে চেক দেওয়া হয়েছে। সেই টাকা আমার অ্যাকাউন্টে রোববার (১২ মে) বিকেলে আসে। এখন যে অভিযোগ হয়েছে এটার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তাছাড়া আমি টাকা পেয়েছি রোববার বিকেল সাড়ে পাঁচটায়। আর রাসেল সিমেন্টের দোকানে গেছেন সন্ধ্যা সাতটায়।
রংপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহজালাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বিবাদী রাসেল থানায় এসেছিলেন। তারা নিজেরাই বিষয়টির মীমাংসা করে নেবেন বলে আমাকে জানিয়েছেন। পরে আমি বাদীর সঙ্গে কথা বলে তাদেরকে সময় দিয়েছি। এরপর কি হলো এখন পর্যন্ত আর জানি না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই।’
রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন, ‘আমি এই বিষয়ে অবগত না।’
গাইবান্ধার ফুলছড়িতে গোসলে নেমে আল আমিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেআজ তোফাজ্জল হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ তারিখ ধার্য করেন।
৬ মিনিট আগেরাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
৭ মিনিট আগেবরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে জেলের বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়া বড়শি দিয়ে মাছটি ধরেন। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
১৪ মিনিট আগে