Ajker Patrika

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

লালমনিরহাট প্রতিনিধি 
রাজধানী থেকে গ্রেপ্তার লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল (বাঁয়ে) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল হাসান। ছবি: আজকের পত্রিকা
রাজধানী থেকে গ্রেপ্তার লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল (বাঁয়ে) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল হাসান। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার রাজধানী খিলক্ষেত নিকুঞ্জ ও ধানমন্ডি থেকে শ্যামল ও কামরুলকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাঁদের লালমনিরহাটে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। অপরজন কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।

বিজ্ঞাপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি ও হাতীবান্ধা থানায় বিভিন্ন অভিযোগে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানায় একটি মামলা এবং পাটগ্রাম থানার তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডি রয়েছে। তাঁরা দুজনই পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত