Ajker Patrika

দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ মৃত্যু ২

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫: ২২
দিনাজপুরে বজ্রপাতে শিশুসহ মৃত্যু ২

দিনাজপুর সদর ও বিরল উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে বুলবুল হোসেন (৩৪) ও বিরল উপজেলার গফরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে সুজ্জাত (১২)। বাকি আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দিনাজপুর বিরলের রাজারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শরীফুল ইসলাম বলেন, `আমার বাড়ির নিকটবর্তী সিংগাগাড়ী নামক এলাকার আলুখেতে ছয়-সাতজন কৃষক কাজ করছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে খেতের পার্শ্ববর্তী গাছের নিচে তিনজন কৃষক আশ্রয় নেয়। বাকিরা খেতের মধ্যেই পলিথিন মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গাছের নিচে আশ্রয় নেওয়া বুলবুল আহম্মেদ ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে থাকা জামাল নামে আরও এক কৃষক আহত হন। তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে রাজারামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামিল উদ্দীন বলেন, গতকাল বিকেলে সুজ্জাত ও তাঁর বাবা রবিউল ইসলাম একসঙ্গে আলুখেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সুজ্জাত মারা যান। বজ্রপাতে গুরুতর আহত হন রবিউল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত