Ajker Patrika

ফুলবাড়ীতে আবারও ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৩০০ পরিবার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দাদপুর পুরাতনবন্দর এলাকার সড়কের পাশে থাকা ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা
দাদপুর পুরাতনবন্দর এলাকার সড়কের পাশে থাকা ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০০ পরিবার।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকার সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।

স্থানীয়রা জানান, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্থানীয়রা সাধারণ লোডশেডিং মনে করেন। সকালে জানতে পারেন, পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।

স্থানীয়রা আরও জানান, দুই মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ট্রান্সফরমারটি ২৫০ কেভির, যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎসেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগেও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত