Ajker Patrika

ঢাকা শহরে গেলেই সিঙ্গাপুর দেখা যায়: নৌ প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৪৮
ঢাকা শহরে গেলেই সিঙ্গাপুর দেখা যায়: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একসময় মানুষ সিঙ্গাপুর দেখতে ‘লাভ ইন সিঙ্গাপুর’ সিনেমা দেখত। এখন সিঙ্গাপুর দেখার জন্য ‘লাভ ইন সিঙ্গাপুর’ সিনেমা দেখতে হয় না বা সিঙ্গাপুরে যেতে হয় না। ঢাকা শহরে গেলেই সিঙ্গাপুরকে দেখতে পাওয়া যায়। কী অপরূপ দৃশ্যে বাংলাদেশ বদলে গেছে।’ 

আজ শনিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর মাইনুল হাসান মহাবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন বছর আগেও যাঁরা ঢাকা শহরে গেছেন। এখন ঢাকা শহরে গেলে ঢাকা শহর সহজে তাঁরা চিনতে পারবেন না। এতটাই ঢাকা শহর বদলে গেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে কী হয়েছিল, সেটা এই প্রজন্মকে জানতে হবে। কেন আওয়ামী লীগের নেতারা বেদনা-কষ্ট নিয়ে রাজনীতি করেন। কেন আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কেন আমরা দেশের প্রশ্নে আমেরিকা ও পশ্চিমাদের সঙ্গে আপস করছি না। সেটা এই প্রজন্মকে জানতে হবে। আর আপস করছি না বলেই শেখ হাসিনাকে টার্গেট করা হয়েছে। মির্জা ফখরুলেরা শেখ হাসিনার নেতৃত্বকে ভয় পায়। কারণ তারা জানে শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদের মূল উৎপাটন হয়েছে।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন মঙ্গলপুর মাইনুল হাসান পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র নাথ দেবশর্মা। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনূর ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত