Ajker Patrika

নীলফামারীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৮: ১৫
নীলফামারীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা 

নীলফামারীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বেরুবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম মোখলেছার রহমান (৫৯)। তিনি রামনগর চরচরা বাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। 

পুলিশ সূত্রমতে, মোখলেছার রহমান গতকাল রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেরুবন্দ নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রাতেই নিহতের ছেলে মারুফ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

পরিদর্শক (তদন্ত) জানান, মামলাটি সর্বাধিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত