Ajker Patrika

ফুলবাড়ী সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ বিজিবির, বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত
ফুলবাড়ী সীমান্তে বিজিবির জব্দ করা মোবাইল ফোনের যন্ত্রাংশ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য কমপক্ষে সাড়ে আট লাখ টাকা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবিদের তথ্য সংগ্রহপূর্বক তাঁদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার অনন্তপুর বিওপির বিজিবির টহল দল ফুলবাড়ী সীমান্তের নাগরাজ নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক লাগলে বিজিবি টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া দেয়। চোরাকারবারিরা তাঁদের সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে সেখানে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য কমপক্ষে সাড়ে ৮ লাখ টাকা হবে।

এ প্রসঙ্গে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে চোরাচলান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ছাড়া তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত