রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।
এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।
এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
৪৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগেটইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২ ঘণ্টা আগে