Ajker Patrika

লালমনিরহাট পৌরসভায় আগামীকাল থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

প্রতিনিধি
লালমনিরহাট পৌরসভায় আগামীকাল থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

লালমনিরহাট: করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় লালমনিরহাট পৌরসভায় আগামীকাল ২৬ জুন থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এ বিষয়ে এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন।

৯টি বিষয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিধিনিষেধ চলাকালীন লালমনিরহাট পৌরসভায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া পৌর এলাকায় সব ধরনের অফিস আদালত, শপিংমল মার্কেট, দোকানপাট, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় গণজমায়েত বন্ধ থাকবে। পর্যটনস্থল, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এ সময় পৌর এলাকায় এনজিওগুলো কোন কিস্তি আদায় করতে পারবে না। কাঁচাবাজার, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখতে পারবে। ওষুধের দোকানগুলো স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক খোলা রাখতে পারবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সকল দপ্তর ও সংস্থাসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদপত্র, জরুরি সেবা, কৃষি ও খাদ্য পরিবহন ও ত্রাণ কার্যক্রম এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এই বিধিনিষেধ কঠোরভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বর্তমানে জেলার ৫টি উপজেলায় গত ২৪ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৩ জন। এর মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৮৪ জন। মারা গেছেন ২১ জন। মারা যাওয়া রোগীর মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১২ জন, আদিতমারী উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, হাতীবান্ধায় ২ জন ও পাটগ্রাম উপজেলায় ২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত