Ajker Patrika

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়, নিহত ৫

প্রতিনিধি, গাইবান্ধা 
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৯: ২৭
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়, নিহত ৫

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ ও ঘর চাপা পড়ে তিন উপজেলায় পাঁচজন নিহত হয়েছেন। প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়ায় জেলার সুন্দরগঞ্জে ১ জন, পলাশবাড়ীতে ২ জন ও ফুলছড়িতে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৯), মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফফার (৩৮), সুন্দরগঞ্জ উপজেলার আমেনা বেগম (৪৫), ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিচ্চু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৮) এবং আরেকজনের পরিচয় মেলেনি।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন আজকের পত্রিকাকে জানান, রোববার বিকেল চারটার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ঘরের চাল ও গাছ দুমড়ে মুচড়ে যায়। গাছ ও ঘর চাপা পড়ে অনেককেই হতাহত হয়। 

তিনি বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে গাইবান্ধা হাসপাতালে ও পরে তাদের অবস্থা অবনতি ঘটলে তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলভড়ি, সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে। বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছসহ গাছের ডালপালা রাস্তার ওপর উপড়ে থাকায় যানবাহন চলাচল সাময়িক ব্যহত হয়।

ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত