Ajker Patrika

মামলার তদন্তকাজে বেরিয়ে সাপের কামড় খেলেন এসআই 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২০: ৩৭
Thumbnail image

দিনাজপুরের বিরামপুরে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) সাপের দংশনে আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজুলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ কর্মকর্তার নাম আব্দুর রশীদ। তিনি বিরামপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। 

আজ শুক্রবার সকালে উপপরিদর্শক আব্দুর রশীদ এক মামলার তদন্তকাজে বিজুলডাঙ্গা এলাকায় যান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে এক চেয়ারে বসে ছিলেন। এ সময় একটি সাপ চেয়ার বেয়ে উঠে তাঁর বাঁ হাতের আঙুলে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁকে কী ধরনের সাপ দংশন করেছে তা তাৎক্ষণিক কেউ বলতে পারেনি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক শাহরিয়ার পারভেজ আজকের পত্রিকাকে জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তাঁকে বিষধর কোনো সাপ কামড় দেয়নি। 

সংশ্লিষ্ট থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত