Ajker Patrika

পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২১, ২০: ০৪
পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) এবং আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুর গ্রামের আমজাদ হোসেন ওরফে লেবার আমজাদ তাঁর বাড়ির সেপটিক ট্যাংক খনন করে খোলা রাখেন। ওই ট্যাংকে জয়পুর গ্রামের আবদুল হালিম মিয়ার ছেলে জিম মিয়া (৮) পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রতিবেশী আজহার মিয়ার ছেলে মিজান মিয়া (২৪) মই দিয়ে ট্যাংকে নামার সময় মইটি ভেঙে মিজান ভেতরে পড়ে যান। তাঁদের দুজনকে উদ্ধারের জন্য পরপর ফাহিম মিয়া, শাহীন মিয়া এবং শামীম মিয়া ওই কুয়ায় নামেন। জিম এবং মিজান কাউকেই উদ্ধার করতে না পেরে ফাহিম, শাহীন ও শামীম কুয়া থেকে উঠে আসেন।

পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে জিম ও মিজানকে উদ্ধার করে। তাঁদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জিম ও মিজানকে মৃত ঘোষণা করেন।

কাবিলপুর ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, সেপটিক ট্যাংকে পরে দুজন মারা গেছেন। তাঁদের উদ্ধার করতে যাওয়া তিনজন বেঁচে ফিরেছেন। এদের মধ্যে ফাহিমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর শাহীন ও শামীম নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত